শনিবার ● ৪ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কুতুবছড়িতে আবাসিক বিদ্যালয়ে রাঙামাটি জেলা পরিষদের শীতবস্ত্র বিতরণ
কুতুবছড়িতে আবাসিক বিদ্যালয়ে রাঙামাটি জেলা পরিষদের শীতবস্ত্র বিতরণ
রাঙামাটি :: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। তিনি বলেন, আমাদের প্রতিটি শিশুকে মানসম্মত শিক্ষা প্রদান করতে হবে। সকল মানুষকে মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। তা না হলে আমাদের উন্নয়নের সফলতা আসবে না।
আজ শনিবার (৪ জানুয়ারি) সকালে রাঙামাটির দক্ষিণ কুতুবছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত আবাসিক ভবনের শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ শেষে বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান এসব কথা বলেন।
দক্ষিণ কুতুবছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুদর্শী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুতুবছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার বুদ্ধ চরন চাকমা, কুতুবছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান পদ্ম কুমার চাকমা, রাঙামাটি সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জগদীশ চাকমা প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য দেন দক্ষিণ কুতুবছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডেভিড চাকমা।
সভায় জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, প্রতিটি শিশুর মানসম্মত শিক্ষা অর্জনের জন্য সরকার যেমন দায়িত্বশীল। ঠিক তেমনি পরিবারকেউ দায়িত্বশীল হতে হবে। তা হলেই দেশের উন্নয়ন সম্ভব। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মাদক, জঙ্গিবাদ ও দুর্নীতি প্রতিরোধমুলক শিক্ষা প্রদান করতে হবে।
এর আগে চেয়ারম্যান দক্ষিণ কুতুবছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের আবাসিক ভবন পরিদর্শন শেষে প্রধান শিক্ষকের হাতে শিক্ষার্থীদের জন্য শতাধিক শীতবস্ত্রগুলো প্রদান করেন।





রাঙামাটিতে সম্প্রীতি সমাবেশে পুলিশ সুপার : সম্প্রীতির কোনো বিকল্প নেই
মিরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সাথে ধাক্কায় নিহত-১
হিতকরী’র অর্থ সহায়তা প্রদান, সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ইউপিডিএফ-এর ভয়ঙ্কর চক্রান্তের বিরুদ্ধে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ
কর্ণফুলী নদীতে প্রতিমা বির্সজনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গা পুজা
কাপ্তাইয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান