রবিবার ● ১৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ঢাকা » প্রথম আলোর সম্পাদকসহ পত্রিকার ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
প্রথম আলোর সম্পাদকসহ পত্রিকার ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ রবিবার ১৯ জানুয়ারি এক বিবৃতিতে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও কথাসাহিত্যিক আনিসুল হকসহ পত্রিকার ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারীর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন এবং বলেছেন একটি দুঃখজনক ও অপ্রত্যাশিত ঘটনাকে ব্যবহার করে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সম্প্রতি ‘কিশোর আলোর’ অনুষ্ঠানে শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে প্রথম আলোর সম্পাদক ও তার সহকর্মীদের বিরুদ্ধে এই গ্রেফতার ঘটনার উপযুক্ত ও কারও কোন অবহেলা থাকলে তা নিশ্চয় আইনের আওতায় আসবে। কিন্তু যে প্রক্রিয়ায় এই গ্রেফতার আদেশ জারী করা হয়েছে তাতে এই শঙ্কা ব্যক্ত করার যৌক্তিক কারণ রয়েছে যে, সমগ্র বিষয়টি উদ্দেশ্যমূলক ও পক্ষপাতদুষ্ট। তিনি বলেন, এই ঘটনা সংবাদপত্রসহ গণমাধ্যমের নিয়ন্ত্রণ, তার কন্ঠরোধ এবং স্বাধীন চিন্তা ও মতপ্রকাশের অবশিস্ট জায়গাটুকু আরো সীমিত করে দিচ্ছে কিনা সচেতন দেশবাসীর মধ্যে ইতিমধ্যে এইসব প্রশ্ন দেখা দিয়েছে। এই ধরনের অনাকাঙ্খিত ঘটনাসমূহ গণমাধ্যমকে নানাভাবে হয়রানি ও ভীতি প্রদর্শন, নিয়ন্ত্রণের কাজে লাগানো হচ্ছে কিনা নাগরিকদের মধ্যে এ ব্যাপারেও উৎকন্ঠা তৈরী হয়েছে।
বিবৃতিতে তিনি মামলা ও মামলার কার্যক্রম যাতে হয়রানিমূলক ও পক্ষপাতদুষ্ট এবং প্রথম আলোসহ গণমাধ্যম নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ব্যবহৃত না হয় তা নিশ্চিত করার জন্য সরকার ও সংশ্লিষ্ট সংস্থার প্রতি আহ্বান জানান।





রাজনৈতিক সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে দূর্বৃত্ত সন্ত্রাসীসের বিরুদ্ধে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিন
রোগ তালিকার শীর্ষে উচ্চ রক্তচাপ, নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহের আহ্বান
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর বিভৎসতা গণআতংক তৈরী করেছে
আক্রান্ত প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
দৈনিক পথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগ ও ভাংচুর পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা
গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে
তামাক নিয়ন্ত্রণ : বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে এগিয়ে বাংলাদেশ, আইন সংশোধনের দাবি