বুধবার ● ২৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » কনকনে শীতে কাপছে রাউজান
কনকনে শীতে কাপছে রাউজান
স্টাফ রিপোর্টার :: গত কয়েক দিন ধরে চট্টগ্রামের রাউজানে শৈতপ্রবাহের রেশ পড়েছে ব্যাপক হারে। যদিও কুয়াশার কম থাকলেও কনকনে শীতের তীব্রতায় একেবারেই নাজেহাল অবস্থায় নানান শ্রেণী-পেশার মানুষ। বিশেষ করে খেটে খাওয়া ও দিনমজুর মানুষ গুলো আরোও বেশি সমস্যা পড়েছেন। এমন কনকনে শীতে মাঠে গিয়ে কাজ করার জো পাচ্ছেনা এসব খেটে খাওয়া মানুষ গুলো। বিশেষ করে রাতে গরম কাপড় তেমন একটা কাজে আসছেনা। এদিকে গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে আরোও ব্যাপক হারে শীত বেড়েছে। বুধবার সকাল থেকে সূর্যের মুখ দেখা মিলেনি। তবে বিকাল ৩ দিকে সূর্যকে একটু সময়ের জন্য দেখে গেলেও তার তেজ তেমন একটা ছিলনা। তবে সারা দিন ছিল শীতের দাপট। সরেজমিনে উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে দেখে গেছে, ছোট-বড়-বৃদ্ব সবাই আগুন জ্বালিয়ে শরীরকে গরম করতে দেখে যায়। এই হাঁর কাপানো শীতে ছোট বড় সবার মাঝে নেমে এসেছে শারিরীক সমস্যা। বিশেষ করে ডাক্তারদের কাছে ছুটছেন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু ও বয়স্করা।
চুয়েট শিক্ষক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাউজান :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষক সমিতির সাধারণ সভা ও নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ২৯ জানুয়ারি বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উত্তর-পূর্বাঞ্চলের বালুরচরা পর্যটন স্পটে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন। বিদায়ী প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক এটিএম শাহজাহানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিদায় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম। এতে বিদায়ী কমিটির আর্থিক বিবরণী পেশ করেন অর্থ সম্পাদক হুমায়ুন কবির। অনুষ্ঠানের শুরুতে ২০২০-২১ সালের কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত প্যানেলকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এরপর আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন নতুন শিক্ষক কমিটির সভাপতি অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক এবং সাধারণ সম্পাদক ড. মো. সানাউল রাব্বী। অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম নবনির্বাচিত শিক্ষক সমিতির নেতৃবৃন্দদের অভিনন্দন জানান। এ সময় তিনি বলেন, শিক্ষকদের কল্যাণকর অধিকার আদায়ে নতুন কমিটি কাজ করে যাবে। একইসাথে চুয়েটের চলমান অগ্রযাত্রাকে এগিয়ে নিতে প্রশাসনকে সহযোগিতা করার আহবান জানাচ্ছি।





মিরসরাইয়ে এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক উল্টে পথচারী নিহত
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা
গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার
দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-৩ : আহত-১০
চির নিদ্রায় শায়িত মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা ইসমাঈল
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে অসহায় মায়ের চিকিৎসায় আর্থিক সহযোগিতা প্রদান