বুধবার ● ২৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » শিক্ষার মান উন্নয়নে ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভূমিকা প্রশংসার দাবিদার : লেইছ চৌধুরী
শিক্ষার মান উন্নয়নে ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভূমিকা প্রশংসার দাবিদার : লেইছ চৌধুরী
ফেঞ্চুগঞ্জ :: মেধাবীদের মূল্যায়ন এবং শিক্ষার মান উন্নয়নে ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভূমিকা প্রশংসার দাবি রাখে বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগ নেতা ও ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লেইছ চৌধুরী।
গতকাল মঙ্গলবার ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাব’র সামাদ প্লাজাস্থ নিজস্ব হলরুমে ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাব আয়োজিত মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ সুমন মিয়ার পরিচালনা ও সভাপতি রাজা সায়মনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ও ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লেইছ চৌধুরী।
বক্তব্যে লেইছ চৌধুরী আরো বলেন- আমি দীর্ঘদিন ধরে প্রত্যক্ষ করছি প্রতিষ্ঠাকালীন সময় থেকেই ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাব স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ ও ভালো ফলাফল অর্জনে তাদের মধ্যে নানামুখী প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়, একই সাথে অনুকরণীয়ও বটে। আমি ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের এমন মহৎ প্রচেষ্টাগুলোকে সাধুবাদ জানাই এবং প্রত্যেকটি ইতিবাচক কার্যে সাথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ সামসুদ্দিন আহমদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা, সাংগঠনিক সম্পাদক এফ এইচ ফারহান, অর্থ সম্পাদক সাবেল আহমদ, এবং সদস্য মোঃ ছামি হায়দার- প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের বিভিন্ন উপায়ে সৃজনশীল শিক্ষাপদ্ধতির সাথে নিজেদের খাপ খাওয়ানোর পাশাপাশি বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণীয় ও তথ্যবহুল দিকগুলো নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাব আয়োজিত এই মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ উপজেলার মোট ১২ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।





আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
হরিণা বাজার থেকে জুঁই চাকমার নির্বাচনী প্রচারণা শুরু
কাইন্দ্যা এগজ্যাছড়িতে মহা সংঘদান পূণ্যানুষ্ঠানে জুঁই চাকমার অংশ গ্রহন
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
১১ জানুয়ারী প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে জননেতা সাইফুল হক
রাবিপ্রবি’র উপাচার্য এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ২১ জন শিক্ষক নিয়োগের অভিযোগ
রাঙামাটি-২৯৯ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর ভূমিকা রহস্যজনক : জুঁই চাকমা