বুধবার ● ২৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » শিক্ষার মান উন্নয়নে ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভূমিকা প্রশংসার দাবিদার : লেইছ চৌধুরী
শিক্ষার মান উন্নয়নে ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভূমিকা প্রশংসার দাবিদার : লেইছ চৌধুরী
ফেঞ্চুগঞ্জ :: মেধাবীদের মূল্যায়ন এবং শিক্ষার মান উন্নয়নে ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভূমিকা প্রশংসার দাবি রাখে বলে মন্তব্য করেছেন আওয়ামীলীগ নেতা ও ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লেইছ চৌধুরী।
গতকাল মঙ্গলবার ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাব’র সামাদ প্লাজাস্থ নিজস্ব হলরুমে ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাব আয়োজিত মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ সুমন মিয়ার পরিচালনা ও সভাপতি রাজা সায়মনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ও ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লেইছ চৌধুরী।
বক্তব্যে লেইছ চৌধুরী আরো বলেন- আমি দীর্ঘদিন ধরে প্রত্যক্ষ করছি প্রতিষ্ঠাকালীন সময় থেকেই ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাব স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ ও ভালো ফলাফল অর্জনে তাদের মধ্যে নানামুখী প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়, একই সাথে অনুকরণীয়ও বটে। আমি ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের এমন মহৎ প্রচেষ্টাগুলোকে সাধুবাদ জানাই এবং প্রত্যেকটি ইতিবাচক কার্যে সাথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ সামসুদ্দিন আহমদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা, সাংগঠনিক সম্পাদক এফ এইচ ফারহান, অর্থ সম্পাদক সাবেল আহমদ, এবং সদস্য মোঃ ছামি হায়দার- প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের বিভিন্ন উপায়ে সৃজনশীল শিক্ষাপদ্ধতির সাথে নিজেদের খাপ খাওয়ানোর পাশাপাশি বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণীয় ও তথ্যবহুল দিকগুলো নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাব আয়োজিত এই মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ উপজেলার মোট ১২ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।





আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
রাঙামাটি ঘোষণার মাধ্যমে শেষ হলো পার্বত্য বড়ুয়া কনভেনশন-২০২৫
পার্বত্য চট্টগ্রাম চুক্তি-৯৭ আদ্যোপান্ত শীর্ষক আলোচনা : চুক্তিতে অসংগতি থাকায় শান্তির বদলে অশান্তি বেড়েছে
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
অবিলম্বে জাতীয় স্বার্থের পরিপন্থী টার্মিনাল চুক্তি থেকে সরে আসুন
সংকট নিরসনে জেলা পরিষদকে উদ্যোগ নেয়ার আহবান নাগরিক পরিষদের, হরতালে সমর্থন
প্রধান উপদেষ্টার ভাষণে সংকট উত্তরণের প্রচেষ্টা থাকলেও তা গুরুতর সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে
অবশেষে নানা মহলের আপত্তিতে রাঙামাটি জেলা পরিষদের সহকারি শিক্ষক নিয়োগ স্থগিত
শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ