বৃহস্পতিবার ● ২০ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » ছাত্রলীগের পকেট কমিটি বাতিলের দাবি
ছাত্রলীগের পকেট কমিটি বাতিলের দাবি
স্টাফ রিপোর্টার :: কর্মীসভা না করে টাকার বিনিময়ে ছাত্রদল-ছাত্রশিবির থেকে আসা অনুপ্রবেশকারীদের নিয়ে নিষিদ্ধ সংগঠনের মত রাতের আঁধারে সিলেটের বিশ্বনাথে তিনটি ইউনিয়নে ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে অভিযোগ করে কমিটিগুলো অনতিবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে উপজেলা ছাত্রলীগ। গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারী) গণমাধ্যমে প্রেরিত উপজেলা ছাত্রলীগের কার্যকরী কমিটির ১৫জন দায়িত্বশীল সাক্ষরিত বিবৃতিতে এই দাবি জানানো হয়।
বিবৃতিদাতারা হলেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাওছার আহমদ, সেলিম মিয়া, মুজিবুর রহমান মঞ্জু, সালমান রাব্বানী, লিটন দে, আলী আহমদ জুয়েল, নজরুল ইসলাম প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ বুরহান আহমদ রুবেল, শাহ সাইদুল ইসলাম সুজা, সাজু আহমদ খান, সাংগঠনিক সম্পাদক কামরান আহমদ, জুবায়ের আহমদ জয়, মতিউর রহমান নোমান, রাজন মিয়া, মাসুদ আহমদ।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বিগত ১৩ ফেব্রুয়ারী বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কার্যকরী কমিটিকে অবহিত না করে কোনো কর্মীসভা ছাড়াই টাকার বিনিময়ে ছাত্রদল-ছাত্রশিবির থেকে আসা অনুপ্রবেশকারীদের নিয়ে লামাকাজী, দৌলতপুর এবং দেওকলস ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করেন। ঘোষণার পরপরই ক্ষুব্ধ হয়ে উঠে উপজেলা ছাত্রলীগ ও ওই তিন ইউনিয়ন ছাত্রলীগ। বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীদের প্রতিবাদের মুখে পড়ে তারা আত্মগোপনে থাকতে বাধ্য হয়েছে। প্রশ্ন উঠেছে, বিএনপি-জামাত পরিবারের সন্তান এবং অছাত্র হলেও ছাত্রলীগের নেতা হওয়া যায়?
বিবৃতিতে তিন ইউনিয়নে ঘোষিত কমিটির সাথে উপজেলা ছাত্রলীগের কার্যকরী কমিটি (বিবৃতি প্রদানকারী নেতৃবৃন্দ) ও তৃণমূল ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই জানিয়ে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগকে অনুপ্রবেশকারীদের সংগঠনে রুপান্তরিত হওয়া থেকে উত্তরণের জন্যে কমিটিগুলো বাতিল করে কর্মীসভা এবং সম্মেলনের মাধ্যমে সঠিক নেতৃত্ব গঠন করতে (জেলা ছাত্রলীগের কমিটি না থাকায়) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খাঁন জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের হস্তক্ষেপ কামনা করা হয়।





রাঙামাটিতে ট্যুরিস্ট বাস ডিজিটাল নিবন্ধন পদ্ধতি চালু
রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী