শুক্রবার ● ২০ মার্চ ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভালুকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত-২
ভালুকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত-২
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের ভালুকায় নিয়ন্ত্রণ হারিয়ে মুরগির খাদ্য বোঝাই একটি ট্রাক সামনে থাকা অপর একটি বালু বোঝাই ট্রাককে পেছনে থেকে ধাক্কা দিলে সংঘর্ষে ট্রাকের চালক জামাল উদ্দিন (৪০) ও হেলপার শাকিব (২২) ঘটনাস্থলেই নিহত হয়।
গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা পৌরসভার ভান্ডাব এলাকায় আসপাড়া ওয়াটার হাউজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকের চালক জামাল উদ্দিন ও হেলপার শাকিব দু’জনই জামালপুর জেলার বাসিন্দা বলে পুলিশ জানায়।
স্থানীয় এলাকাবাসি ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জামালপুর থেকে ছেড়ে আসা মুরগির খাদ্য বোঝাই একটি ট্রাক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা পৌরসভার ভান্ডাব এলাকায় আসপাড়া ওয়াটার হাউজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে সামনে থাকা অপর একটি বালু বোঝাই ট্রাককে পেছনে থেকে ধাক্কা দিলে সংঘর্ষে ট্রাকের চালক জামাল উদ্দিন ও হেলপার শাকিব ঘটনাস্থলেই নিহত হয়।
পরে খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে নিহতদের লাশ উদ্ধার করে ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোঃ সায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ‘নিয়ন্ত্রণ হারিয়ে দু’টি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে।’





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই