বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২০
প্রথম পাতা » পাবনা » ভাঙ্গুড়ায় ব্যতিক্রম কাজ হিসেবে সর্বত্র প্রশংসা পাচ্ছেন মেয়র রাসেল
ভাঙ্গুড়ায় ব্যতিক্রম কাজ হিসেবে সর্বত্র প্রশংসা পাচ্ছেন মেয়র রাসেল
মো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: পাবনার ভাঙ্গুড়ায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল পৌর সদরের চারটিস্থানে জীবাণু নাশক স্প্রে কক্ষ স্থাপন করেছেন।
পৌর সদরে জরুরী প্রয়োজনে যারা প্রবেশ করবে তারা বাধ্যতামূলক ঐসকল কক্ষের মধ্যে দিয়ে প্রবেশ করে যেতে হবে। এ সময় এই গেটের পাশে রাখা স্প্রে মেসিনের সাহায্যে প্রবেশকৃত ব্যক্তিকে ও তার যানবাহনে জীবানু নাশক স্প্রে করে দেওয়া হচ্ছে। এই কাজটি ব্যতিক্রম কাজ হিসেবে সর্বত্র প্রশংসা পাচ্ছে।
জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রথম দিকে থেকেই পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল পৌর এলাকায় ব্যাপক জনসচেতনতামূলক কার্য্যক্রম গ্রহণ করেছেন।
পৌর এলাকায় দশটি পয়েন্টে সাবান পানি দিয়ে জনসাধারণকে হাত ধোয়ার ব্যবস্থা করা, স্বাস্থ্য কর্মী,পুলিশ প্রশাসন, পৌরসভার স্বেচ্ছা সেবকদের ও সংবাদ কর্মীদের বিনা মূল্যে পিপিই (পার্সোনাল প্রোটেক্টশন ইকুয়েপমেন্ট) প্রদান, প্রত্যেক কাউন্সিলরকে হ্যান্ড মাইক প্রদান করেন।
এছাড়াও তিনি সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য কাঁচা মালের বাজার ও মাছ বাজারকে প্রথক স্থানে বসার ব্যবস্থা করেন।
পৌর সদরে জনসাধারণের প্রবেশাধিকার সংরক্ষণ করেছেন। বিভিন্ন প্রধান সড়কে জীনাণূনাশক স্প্রে ছিটানো, মাইকিং করে পৌর এলাকার জনতাকে সচেতন করে চলেছেন।
এরই ধারাবাহিতকায় পৌর এলাকায় চারটি পয়েন্টে জীবাণু নাশক কক্ষ স্থাপন করেছেন।
পৌর মেয়রের এই জন সচেতনতা মূলক পদক্ষেপ ও করোনাভাইরাসের মধ্যেও পৌর এলাকার বিভিন্ন কাজের তদারকি করতে স্বশরীরে হাজির হয়ে বিভিন্ন কাজের দিক নির্দেশনা দিচ্ছেন।
আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার সরেজমিন পৌর এলাকায় ঘুরে দেখা যায় যে, পৌর সদরের দক্ষিণ মেন্দা কালিবাড়ি, ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড, শরৎনগর বাজার ও ভবানী পুর এলাকায় এই প্রধান চারটি পয়েন্টে জীবাণূ নাশক স্প্রে কক্ষ নির্মাণ করা হয়েছে।





সড়ক দূর্ঘটনায় মৃত্যু, জাবিতে পড়তে যাওয়া হলোনা নোমানের
এসবি রেলওয়ে কলোনী স্কুল এন্ড কলেজ ফান্ডের টাকা আত্মসাত
ঘুরে এলাম প্রকৃতির লীলাভুমি নয়নাভিরাম চলনবিল
এফবিসিসিআইয়ের পক্ষে অক্সি জেনারেটর প্রদান
সুজানগর পৌর নির্বাচনের স্থগিতাদেশ খারিজ হওয়ায় ৩০ জানুয়ারী ভোট
চাটমোহরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
চাটমোহরে মামাতো ভাইয়ের হাতে দুই বছরের শিশু খুন
পাবনায় কৃষক কৃষাণীর মাঠ দিবস পালন
চাটমোহরে মোটর সাইকেল-ট্রলি মুখোমুখী সংঘর্ষে নিহত -১
বানিজ্যিক ভিত্তিতে মিশ্রফল চাষ করছেন চাটমোহরের বকুল চেয়ারম্যান