মঙ্গলবার ● ১২ মে ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির বেতবুনিয়াতে যুবকের রহস্যজনক মৃত্যু
রাঙামাটির বেতবুনিয়াতে যুবকের রহস্যজনক মৃত্যু
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: কাউখালী উপজেলার বেতবুনিয়ায় আজ মঙ্গলবার এক যুবকের রহস্যজনক মৃত্যর খবর পাওয়া যায়।
কাউখালী থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় উপজেলার ১নং মডেল ইউনিয়নের সাপনালা পাড়া গ্রামের বাসিন্দা মৃত নুরুল ইসলামের ছেলে মো. শাহজালাল প্রকাশ টারজান (২৬) গতকাল রাত্রে নিজ ঘরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। আজ সকাল ৮টার সময় একই এলাকার তার কাজের হেলপার মো. সুমন তাকে তার বাসায় ঘুম তেকে ঢাকতে গেলে দেখেন তার ঘরের দরজা খোলা ভিতরে উকি মেরে দেখেন সে ঘরের আড়ার সংগে গলায় রশি দিয়ে ঝুলে রয়েছে। সে চিৎকার দিলে তার ঘরের সামনে থাকা তার মা এবং এলাকার লোকজন ছুটে এসে তাকে ঝুলন্ত রশি থেকে নিছে নামান এবং দেখেন সে মৃত এবং তার নাক দিয়ে প্রচুর রক্ত ঝরছে। সংগে সংগে বেতবুনিয়া পুলিশ ফাড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্বার করে পোষ্টমর্টেমের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান বেতবুনিয়া পুলিশ ফাড়ির এস আই মো. সুদিপ্ত রেজা। তিনি বলেন এই মৃত্যুটি রহস্যজনক বলে মনে হচ্ছে তবে পোষ্টমর্টেম রিপোর্ট হাতে আসলে জানা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা। কাউখালী থানার অপমৃত্যু মামলা নং ৪,তারিখ ১২ মে-২০২০খ্রি.। পরে লাশ পোষ্টমর্টেম শেষে তার আত্বীয়ের কাছে পুলিশ হস্তান্তর করেন বলে জানান এস আই।





কাউখালীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন
ডিসেস্বর মাস পতাকা বিক্রির মৌসুম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি