রবিবার ● ১৭ মে ২০২০
প্রথম পাতা » ঢাকা » দুর্নীতি-দলীয়করণ প্রতিরোধে গণতদারকি কমিটি গঠন করুন : সাইফুল হক
দুর্নীতি-দলীয়করণ প্রতিরোধে গণতদারকি কমিটি গঠন করুন : সাইফুল হক
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন এখনও পর্যন্ত দেশের ন্যূনতম এক কোটি শ্রমজীবী- মেহনতি-নিঃস্ব পরিবার সরকারি করোনা দুর্যোগজনীত ত্রাণ তৎপরতার বাইরে। সরকারি উদ্যোগে নতুন করে যে পঞ্চাশ লক্ষ লোককে নগদ আর্থিক সহযোগিতা প্রদানে তালিকা করা হয়েছে সেখানেও রয়েছে অনিয়ম, দলীয়করণ ও স্বজনপ্রীতি। এই তালিকা প্রণয়নেও রাজনৈতিক ও দলীয় বিবেচনাকে প্রাধান্য দেয়া হয়েছে। এক পরিবারের একাধিক সদস্যের নাম তালিকায় যুক্ত করা হয়েছে। যাদের এই মুহুর্তে সরকারি ত্রাণের সরকারদলীয় এরকম ব্যক্তিদেরকেও ত্রাণ প্রদানের তালিকায় সংযুক্ত করা হয়েছে। তিনি বলেন করোনা দুর্যোগে ত্রাণ প্রদানে রাজনৈতিক ও দলীয় বিবেচনা বন্ধ না হলে খাদ্য ও ত্রাণ প্রদানের আসল উদ্দেশ্যই ব্যর্থ হবে, আর অন্যদিকে সারাদেশে ক্ষুধা ও দারিদ্র্য আরো বৃদ্ধি পাবে।
বিবৃতিতে তিনি অনতিবিলম্বে করোনাকালের এই খাদ্য ও নগদ অর্থ বিতরণে রাজনৈতিক ও দলীয় বিবেচনা পরিহার করে তালিকা সংশোধন, আরো এক কোটি পরিবারকে ত্রাণ প্রদানের তালিকায় যুক্ত করার জন্য প্রধানমন্ত্রীসহ দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট সবার প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি খাদ্য ও ত্রাণ নিয়ে চুরি, দুর্নীতি ও দলবাজির হোতাদের চিহ্নিত করে তাদের গ্রেফতার, বিচার ও তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার আহ্বান জানান।
বিবৃতিতে তিনি চালসহ ত্রাণ তৎপরতায় যাবতীয় অনিয়ম, দুর্নীতি, দলীয়করণ ও অব্যবস্থাপনা প্রতিরোধে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে গণতদারকি কমিটি গঠন করার জন্যে দেশবাসীর প্রতি আহ্বান জানান।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন
বাজুস এর নতুন সহ-সভাপতি হলেন ইকবাল হোসেন চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন
ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেলের প্রাপ্যতা নিশ্চিতের তাগিদ
ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনকে কোনভাবে ঝুঁকিতে নিক্ষেপ করা যাবেনা
চিকিৎসাহীনতার কারণেই মৃত্যু হয়েছে জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের : আবু হাসান টিপু
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাফল্য আশাব্যঞ্জক, তবে যথেষ্ট নয়