মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » রাঙামাটি » শিশু পরিবারের জন্য রাঙামাটি জেলা পরিষদের আর্থিক সহযোগিতা
শিশু পরিবারের জন্য রাঙামাটি জেলা পরিষদের আর্থিক সহযোগিতা

ষ্টাফ রিপোর্টার :: ২৮ সেপ্টেম্বর : রাঙামাটির শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা সমাজ সেবা বিভাগের আহ্বায়ক স্মৃতি বিকাশ ত্রিপুরা ৷ সোমবার বিকেলে সরকারী শিশু পরিবার পরিদর্শনে গেলে তিনি এ সহযোগিতা প্রদান করেন ৷
এ সময় শিশু পরিবারের উপ-তত্ববধায়ক রুপনা চাকমা, বাঘাইছড়ি উপজেলার সাজেক ভুয়াছড়ির কার্বারী মহেন্দ্র লাল ত্রিপুরা উপস্থিত ছিলেন ৷
পরিদর্শন শেষে শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদানকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা বলেন, অসহায় দরিদ্র শিশুদের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে ৷ জেলার বিভিন্ন স্থান থেকে আগত শিশু পরিবারের শিশুরা আমাদের সমাজের একটি অংশ ৷ তিনি বলেন, সমাজের বিত্তবান ও বিভিন্ন সমাজ উন্নয়ন সংগঠনের কর্তারা অন্ততঃ মাসে একবার এই অবহেলিত শিশুদের দেখতে আসা উচিত্ ৷ এখানে এসে তাদের না দেখলে অনুভব করা সম্ভব না তারা কি অবস্থায় এখানে বসবাস করছে ৷ দেশে বেসরকারীভাবে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করে থাকে এ সমস্ত প্রশিক্ষণে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে তিনি সকলের দৃষ্টি আকর্ষন করেন ৷ তিনি বলেন, তাদের করুনার চোখে না দেখে সমাজের সর্বস্তরের মানুষ যদি তাদের সামর্থ্য অনুযায়ী সঠিকভাবে সযোগিতার হাত বাড়াই একদিন দেশের উন্নয়নে তারাও অগ্রণী ভূমিকা রাখবে ৷ তিনি আগামীতে জেলা পরিষদ হতে সর্বাত্বক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন ৷
আপলোড : ২৯ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : দুপুর ৩.২০ মিঃ





বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়
কাপ্তাইয়ে জাতীয় সমবায় দিবস পালন
কাউখালীতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালন
কাপ্তাইয়ে সাপছড়ি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব সম্পন্ন
রাঙ্গামাটিতে শিক্ষক, কেয়ারটেকারদের মাসিক সভা
ধর্মরত্ন বৌদ্ধ বিহারে কোংন্ওয়ং জাদিতে বুদ্ধ ধাতু স্থাপন ও কঠিন চীবর দান পালন