রবিবার ● ২৪ মে ২০২০
প্রথম পাতা » জাতীয় » দেশবাসীর প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাইফুল হক
দেশবাসীর প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাইফুল হক
ষ্টাফ রিপোর্টার :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে সামাজিক সংহতি, পারস্পরিক সমমর্মীতা ও সহযোগিতার মনোভাব নিয়ে মহামারী ও দুর্যোগকলীন ঈদ উদযাপনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি সবাইকে ঈদ উল ফিতর এর শুভেচ্ছা জানিয়েছেন।
বিবৃতিতে তিনি ব্যক্তিগত ও পরিবারিক নিরাপত্তা ও শারীরিক দূরত্ব নিশ্চিত করে ঈদ পালনের জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি পার্টির নেতা, কর্মী ও শুভার্থীদেরকে দুর্গত, অসহায় ও নিঃস্ব পরিবারসমূহের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, অতীতে আমরা যেমন ঐক্যবদ্ধভাবে গণউদ্যোগের মধ্য দিয়ে নানা দুর্যোগ-দুর্দশা মোকাবিলা করেছি রাজনৈতিক ও সামাজিক উদ্যোগ জোরদার ও বিকশিত করার মাধ্যমে আগামীতেও আমরা নিশ্চয় দুর্যোগকালীন পরিস্থিতি কাটিয়ে উঠতে পারব।
বিবৃতিতে তিনি সকল অনাহারি মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।





ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর
একুশে পদক পাচ্ছেন ১৪ বিশিষ্টজন ও নারী ফুটবল দল
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১টি নির্বাচন সংস্কার প্রস্তাবনা