মঙ্গলবার ● ৯ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » খেলা » স্বর্ণসহ ছয় পদকে এসএ গেমস মিশন শেষ করলো বাংলাদেশ ভারোত্তোলন দল
স্বর্ণসহ ছয় পদকে এসএ গেমস মিশন শেষ করলো বাংলাদেশ ভারোত্তোলন দল

ক্রীড়া প্রতিবেদক :: ( আপলোড ৯ ফেব্রুয়ারী ২০১৬: বাংলাদেশ সময় বিকাল ৫.১৮ মিঃ ) ভারতের গৌহাটি ও শিলং শহরে চলছে ১২তম এসএ গেমস ২০১৬৷ গেমসে আজ মঙ্গলবার ৯ ফেব্রুয়ারী শেষ হলো চারদিন ব্যাপি ভারোত্তোলন ইভেন্টের খেলা৷ প্রতিযোগিতায় একটি স্বর্ণ, দুটি রৌপ্য ও তিনটি ব্রোঞ্জসহ মোট ছয়টি পদক জয়ের মধ্য দিয়ে এবারের এসএ গেমস মিশন শেষ করলো বাংলাদেশ ভারোত্তোলন দল৷ পুরুষ আটজন এবং মেয়ে সাতজন মোট ১৫ জন ভোলোত্তোলক অংশ নেয় এবারের প্রতিযোগিতায়৷ সাতজন মেয়ের মধ্যে পদক পেয়েছে পাঁচজন৷ আর আট ছেলের মধ্যে পদক পেয়েছে মাত্র একজন৷
গেমসে ভারোত্তোলন ডিসিপ্লিনে মেয়েদের ৬৩ কেজি ওজন শ্রেনীতে স্বর্ণ জেতেন মাবিয়া আক্তার সিমান্ত ৷ উল্লেখ্য এবারের আসরে বাংলাদেশ প্রথম স্বর্ণ পদক পায় ভারোত্তোলনে৷ মেয়েদের মধ্যে রোকেয়া সুলতানা সাথী ৬৯ কেজি এবং ফুলপতি চাকমা ৫৮ কেজিতে রৌপ্য পদক জয় করেন৷ এছাড়া, মোল্লা সাবিরা সুলতানা ৪৮ কেজিতে এবং ফিরোজা পারভীন ৭৫ কেজিতে বাংলাদেশের হয়ে ব্রোঞ্জ পদক জয় করেন৷
আর ছেলেদের মধ্যে একমাত্র ব্রোঞ্জ পদক পান ৬২ কেজি ওজন শ্রেনীতে মোস্তাইন বিল্লাহ৷
বাংলাদেশ ভারোত্তোলন দলের ফলাফল নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ জানান- মেয়েদের বেশ ভালো উন্নতি হয়েছে৷ আমরা সাত মেয়ের মধ্যে স্বর্ণসহ মোট পাঁচটি পদক পেয়েছি৷ আর ছেলেদের বিভাগ থেকে পেয়েছি মাত্র একটি ব্রোঞ্জ৷ অল মোস্ট আমাদের সবার নিজ নিজ ক্যাটাগোরীতে উন্নতি হয়েছে৷ কেউ কেউ অল্পের জন্য পদক পায়নি৷ আরো কিছু পদক পাওয়ার আশা ছিলো৷ সবমিলে যা হয়েছে তাতে আমরা খুশি৷





রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
তায়কোয়ানডো এডহক কমিটিতে বিতর্কিত ব্যক্তি জনি
রাঙামাটি সরকারি কলেজ মহিলা কাবাডি দলকে সংবর্ধনা
রাঙামাটিতে জমকালো আয়োজনে শুরু হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
কাপ্তাইয়ে কাদেরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী
মিরসরাইয়ে টি-১০ লং পিচ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ব্রাদার্স এলিভেন
রাঙামাটিতে তারুন্যের উৎসব মিনি মেরাথন এর চুড়ান্ত ফলাফল
খেলাধুলার পাশাপাশি রাবিপ্রবিকে উচ্চতর শিখরে তোলার জন্য তোমাদের অনেক দায়িত্ব রয়েছে : ভিসি প্রফেসর ড. আতিয়ার রহমান
চ্যাম্পিয়ন জেলা কাবাডি দলকে সংবর্ধনা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন
সুস্থ বিনোদনের জন্য খেলাধুলার বিকল্প নেই : রাবিপ্রবি ভিসি