বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
বিশ্বনাথে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ফাতেমা বেগম (২১) নামের এক গৃহবধু গলায় ওড়না পেঁচিয়ে ঘরের তীরের সঙ্গে ঝুলে ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের শেখেরগাঁও গ্রামের জামিল আহমদের (২৪) স্ত্রী।
আজ বৃহস্পতিবার ২ জুলাই দুপুরে খবর পেয়ে বিশ্বনাথ থানার পুলিশ গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
গতকাল বুধবার রাতের কোনো এক সময় স্বামী ও পরিবারের সদস্যদের অজান্তে ফাতেমা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন স্থানীয়রা।
জানা গেছে, গতকাল বুধবার রাতে স্বামীসহ পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো নিজ বসতঘরে ঘুমিয়ে পড়েন ফাতেমা বেগম। আজ বৃহস্পতিবার সকালে স্বামী ঘুম থেকে উঠে স্ত্রীকে খুঁজতে থাকেন। কিন্তু ডাকাডাকি করে ঘরের ভেতরে কোথাও স্ত্রীর কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি। পরে সকাল ১০টায় বসতঘরের পেছনের কক্ষে ঝুলন্ত অবস্থায় স্ত্রীকে দেখতে পান স্বামী। কী কারণে গৃহবধূ ‘আত্মহত্যা’ করেছেন তা জানা যায়নি।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান আলী বলেন, গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।





বিজয় মেলায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অস্বস্তিতে দর্শনার্থীরা
ঝালকাঠিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাবিপ্রবি’তে যথাযোগ্য মর্যাদায় ‘মহান বিজয় দিবস উদযাপন
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী