শনিবার ● ১১ জুলাই ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » খাবার পানিতে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা : স্ত্রী-পুত্র গ্রেফতার
খাবার পানিতে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা : স্ত্রী-পুত্র গ্রেফতার
মো. আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে পারিবারিক কলহের জের ধরে আব্দুর রহমান নামের ষাটোর্ধ্ব এক বৃদ্ধকে বিষপান করানোর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার অলংকারী ইউনিয়নের লালটেক গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ঘটনার পর শুক্রবার রাতেই ভিকটিম আব্দুর রহমানের স্ত্রী লাল বিবি (৪৭) ও পুত্র রুহেল মিয়া (১৯)’কে আটক করেছে পুলিশ।
এব্যাপারে আজ শনিবার সকালে আব্দুর রহমান বাদী হয়ে স্ত্রী ও পুত্র’কে অভিযুক্ত করে বিশ্বনাথ মামলা দায়ের করেছেন। মামলা নং-১০
পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় লালটেক গ্রামের মৃত মরম আলীর পুত্র আব্দুর রহমানের খাবার পানির সাথে বিষ মিশিয়ে তাকে হত্যার চেষ্টা করেন তার স্ত্রী লাল বিবি ও পুত্র রুহেল মিয়া। কিন্ত আব্দুর রহমান খাবার পানিতে বিষের গন্ধ পেয়ে তিনি তা পান না করে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।
অভিযোগ পেয়ে থানা পুলিশের এসআই ইমরুল’র নেতৃত্বে একজন পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত লাল বিবি ও রুহেল মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। এরপর আটককৃতদের অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন আব্দুর রহমান।মামলা দায়ের ও দু’জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা সাংবাদিকদের বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে আজ (শনিবার) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
ডলুছড়া মহামুনি বৌদ্ধ বিহারে ১৮তম কঠিন চীবর দান ও স্থবির বরণোৎসব সম্পন্ন
শীলছড়ি অভায়রণ্য ধন্য কেন্দ্রে কঠিন চীবর দান উদযাপন
চলতি বছরে চট্টগ্রাম রিজিয়নে বিজিবির ১৯ কোটি টাকার চোরাচালান মালামাল উদ্ধার
দেশের গণতান্ত্রিক উত্তরণের এই মহেন্দ্রক্ষণে কারই হটকারিতার সুযোগ নেই
কাপ্তাইয়ে কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারে ৩৮ কঠিন চীবর দান উদযাপন