রবিবার ● ১৪ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » খেলা » এই কষ্টের অভিজ্ঞতা শিলা কখনও কি ভুলতে পারবে?
এই কষ্টের অভিজ্ঞতা শিলা কখনও কি ভুলতে পারবে?

হুমায়ুন সম্রাট :: ভারতের গৌহাটি ও শিলংয়ে চলমান ১২তম এসএ গেমসে বাংলাদেশ মহিলা হ্যান্ডবল দল জিতেই চলেছে৷ দলের মধ্যে বয়ে যাচ্ছে জয়ের আনন্দ স্রোত৷ তখন দলের অন্যতম খেলোয়াড় গোলকিপার শিলা রায় শুনতে পারলেন ভীষন এক কষ্টের খবর৷ মুহূর্তের মধ্যে জয়ের আনন্দ মুছে গিয়ে চোখ গড়িয়ে ঝরতে শুরু কলো অঝোরে কষ্টের নোনা জল৷ শিলা জানতে পারলেন তার মা মনি রায় হঠাত্ হার্ট এ্যাটাকে মারা গেছেন৷ কালিবাড়ি, নতুন শহর, মাদারীপুর থেকে এমন দুঃসংবাদ পান গৌহাটিতে থাকা শিলা৷ গেমস শেষ করে দলের সাথে দেশে ফেরা আর হলো না মেয়েটির৷
ভারতের ডাউকি চেক পোস্টে বাস্কেটবল খেলোয়াড়দের সাথে একমাত্র মেয়ে হ্যান্ডবল খেলোয়াড়কে দেখে একটু কেমন জানি লাগে৷ মেয়েটি খুব হতাশ হয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে৷ অপেক্ষার প্রহর গুনছে কখন সে পৌছাঁতে পারবে তার মায়ের কাছে৷ কখন দেখবে মায়ের সুন্দর মুখ শেষ বারেরমত৷ তখনও চোখ ছলছল৷ জানতে চাইলাম৷ আপনি এদের সাথে? কেমন যেন দেখাচ্ছে ,আপনি কি অসুস্থ? ভাঙ্গা গলায খুব কষ্ট করে উত্তর দিলেন শিলা৷ বললেন গত ১২তারিখে হঠাত্ করে তার মা মনি রায় (৫৫) মারা গেছেন৷ এরবেশি কিছু বলতে তার খুব কষ্ট হচ্ছিল৷ তাই আর কোন প্রকার কথা বলা ঠিক হবে না ভেবে তার সাথে কথা আর না বলে সাথে থাকা অন্যদের কাছে জানা গেল শিলাকে নাকি বিমানে দেশে পাঠানোর চেষ্টা করা হয়েছে৷ কিন্তু বিমান সময় মত পাওয়া না যাওয়াতে তাকে পাঠানো হয়েছে বাস্কেটবল টিমের সাথে! প্রশ্ন গৌহাটিতে বাংলাদেশ হ্যান্ডবল দলের সাথে পুরুষ ও মহিলা অনেক অপ্রয়োজনীয় লোককে দেখা গেছে৷ তাহলে নিজ দলের একজন খেলোয়াড়কে বিপদের সময় কেন হ্যান্ডবল দলের কেউ সাথে করে দেশে তার মাদারীপুরে নিয়ে গেল না৷ নাকি ওর সাথে আসলে আর জীবনে ভারত ঘুরা হতো না কখনও?
মা হারা শিলা কান্না করতে করতে বর্ডার পার হয়ে বাস্কেটবল কোচের সাথে মাদারীপুরের উদ্দেশ্যে রওনা হয় ৷ তার আগে ওপারেই কারও সাথে ফোনে ভাঙ্গা ভাঙ্গা গলায় জোর কওে কান্না করতে করতে বলতে শোনা গেল- মা’র তো তেমন বয়স হয়নি? তাহলে অসময়ে কেন এভাবে চলে যাবে? আমি মানতে পারছি না৷ আসলে আমরা বাবা-মা’র মৃতু্য সংবাদ কখনই মেনে নিতে পারি না৷ তবু বাসত্মবতা মানতে হয়৷
হ্যান্ডবল খেলোয়াড় শিলার এমন বিপদের সময় নিজ দলের কেউ তার সাথে তার মাকে দেখার জন্য দেশে ফেরার সময় আসলো না৷ দলের খেলোয়াড়ের বিপদে তার সাথে ফেডারেশনের কেউ নেই!
এই কষ্টের অভিজ্ঞা কি শিলা কখনও ভুলতে পারবে?





রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
তায়কোয়ানডো এডহক কমিটিতে বিতর্কিত ব্যক্তি জনি
রাঙামাটি সরকারি কলেজ মহিলা কাবাডি দলকে সংবর্ধনা
রাঙামাটিতে জমকালো আয়োজনে শুরু হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
কাপ্তাইয়ে কাদেরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী
মিরসরাইয়ে টি-১০ লং পিচ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ব্রাদার্স এলিভেন
রাঙামাটিতে তারুন্যের উৎসব মিনি মেরাথন এর চুড়ান্ত ফলাফল
খেলাধুলার পাশাপাশি রাবিপ্রবিকে উচ্চতর শিখরে তোলার জন্য তোমাদের অনেক দায়িত্ব রয়েছে : ভিসি প্রফেসর ড. আতিয়ার রহমান
চ্যাম্পিয়ন জেলা কাবাডি দলকে সংবর্ধনা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন
সুস্থ বিনোদনের জন্য খেলাধুলার বিকল্প নেই : রাবিপ্রবি ভিসি