রবিবার ● ২৩ আগস্ট ২০২০
প্রথম পাতা » জাতীয় » বিদ্যুতের ভুতুড়ে বিল এখনও পর্যন্ত সমন্বয় করা হয়নি: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
বিদ্যুতের ভুতুড়ে বিল এখনও পর্যন্ত সমন্বয় করা হয়নি: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে বলেছেন, গণপরিবহনে বর্ধিত ভাড়া আদায় কেন্দ্র করে পরিবহন মালিকদের স্বেচ্ছাচারীতা ও জবরদস্তির কারণে মানুষের দুর্ভোগ আরো চরমে উঠেছে। বর্ধিত ভাড়া গুনতে যেয়ে সাধারণ মানুষ নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছে। তিনি বলেন, করোনা পরিস্থিতিতে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চালাতে বাসের অযৌক্তিকভাবে ৬০ ভাগ ভাড়া বৃদ্ধি করা হলেও গণপরিবহেন স্বাস্থ্যবিধির কোন বালাই নেই। বরং আগের ধারায় পুরো বাস ভর্তি করে যাত্রী তোলা হচ্ছে। এই অবস্থায় গণপরিবহনে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে ঝগড়াঝাটি, হাতাহাতি, মারামারির কারণে এক ধরনের নৈরাজ্য দেখা দিয়েছে। তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, গুরুত্বপূর্ণ পরিবহন খাতে সরকার কোনরূপ আর্থিক সহায়তা না দিয়ে বাস্তবে মালিকদের স্বেচ্ছাচারীতা ও খামখেয়ালীর উপর পরিবহনকে ছেড়ে দেয়া হয়েছে। সরকারি এই ভূমিকা ও গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির ফলে অপরাপর পরিবহনও অযৌক্তিকভাবে ভাড়া বৃদ্ধি করেছে। এসব বিষয়ে কোন তদারকি না থাকায় মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে।
তিনি অনতিবিলম্বে গণপরিবহেন ৬০ শতাংশ বর্ধিত ভাড়া প্রত্যাহার করে গণপরিবহেন বিদ্যমান নৈরাজ্য ও স্বেচ্ছাচারীতার অবসান ঘটানোর আহ্বান জানান।
একই সাথে তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, করোনা দুর্যোগের অজুহাতে বিদ্যুতের যে ভুতুড়ে বিল ভোক্তাদের উপর চাপানো হয়েছিল তা সমন্বয়ের কথা বলা হয়েছিল। কিন্তু দুই মাস পার হবার পর বিদ্যুতের ভুতুড়ে বিল সমন্বয় করা হয়নি। এই জন্য দায়িত্বহীন কর্মকর্তা ও কর্মচারীদেরকে দৃষ্টান্তমূলক কোন শাস্তির ব্যবস্থাও করা হয়নি।
তিনি অবিলম্বে বিদ্যুতের ভুতুড়ে বর্ধিত বিল সমন্বয় করার দাবি জানিয়েছেন।
সাংবাদিক আব্দুস শহীদের মৃত্যুতে গভীর শোক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ একই সাথে বিশিষ্ট সাংবাদিক ডিইউজের সাবেক নেতা আব্দুস শহীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।





বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর