মঙ্গলবার ● ১৬ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে নিখোঁজের ২দিন পর জঙ্গল থেকে শিশুর লাশ উদ্ধার
গাজীপুরে নিখোঁজের ২দিন পর জঙ্গল থেকে শিশুর লাশ উদ্ধার

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরে মুক্তিপণের টাকা না পেয়ে ৪ বছরের এক শিশুকে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ শিশুটির নাম সোলাইমান। নিখোঁজের দুই দিন পর ১৫ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ডের কাশিমপুর সুরাবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়৷ রাতে হাসপাতালের মর্গে নিহতের স্বজনরা শিশু সোলাইমানের লাশ শনাক্ত করেন৷ নিহত সোলায়মান জামালপুর জেলার ইসলামপুর থানার ভেনুয়ারচর এলাকার মোকারম হোসেনের ছেলে৷ মোকাররম হোসেন মহানগরের চান্দনা চৌরাস্তা আউটপাড়া এলাকার আব্দুল মোতালেবের বাড়িতে ভাড়া থেকে ভাঙ্গারি মালামালের ব্যবসা করেন৷ তিনি ওই এলাকায় প্রায় ৮ বছর ধরে বসবাস করছেন৷
নিহত সোলায়মানের বাবা মোকাররম হোসেন জানান, তার একমাত্র ছেলে সোলাইমান গত শনিবার বিকেলে দোকানের উদ্দেশে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি৷ পরে তিনি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন৷ ওই রাতেই তার মোবাইলে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি ফোন করে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে৷ তিনি জানান, এ ব্যাপারে জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়৷
স্থানীয় চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাইফুল ইসলাম জানান, কাশিমপুর সুরাবাড়ি এলাকার রাইস মিলের পাশে একটি জঙ্গলে শিশুর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন৷ পরে সন্ধ্যায় শিশুর লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়৷
দুর্বৃত্তরা শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর তার লাশ ওই স্থানে ফেলে রেখে গেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে৷ ওই শিশুর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে৷





ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২
আত্রাইয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
নারায়ণগঞ্জে সাংবাদিকতার আড়ালে সমকামিতা, মাদক, দেহব্যবসা ও ব্ল্যাকমেইলিং
লংগদু এস টিভির প্রতিনিধি লিটনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
মানিকছড়িতে দেশীয় মদসহ আটক-৪