মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » কাপ্তাই সড়ককে যানজটমুক্ত রাখতে পুলিশের অভিযান
কাপ্তাই সড়ককে যানজটমুক্ত রাখতে পুলিশের অভিযান
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রাম কাপ্তাই সড়ককে দুঘর্টনা ও যানজটমুক্ত রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছেন জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম। তিনি সড়কে শৃংঙ্খলা ফিরিয়ে আনতে যানজটপূর্ণ এলাকায় পুলিশ দল নিয়ে নামেন। এসময় যানবাহন চালক ও যাত্রীদের প্রতি যত্রতত্র গাড়িতে উঠা নামা না করতে এবং স্বাস্থ্য বিধি চলতে অনুরোধ জানান। যানবাহন চালকদের তিনি হুসিয়ারী উচ্চারণ করে বলেন নিজেদের খেয়াল খুশি মত সেখানে সেখানে গাড়ি পার্কি করা যাবে না। রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে যাত্রি উঠানামা করে যানজট সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সহকারি পুলিশ সুপার আজ ১৫ সেপ্টেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত কাপ্তাই সড়কের রাউজান অংশের বিভিন্ন যানজটপূর্ণ এলাকায় তৎপর থাকেন। এসময় নোয়াপাড়া পথের হাট ও পাহাড়তলী বাজারে যানবাহনের শৃংঙ্খলা রক্ষায় রঁশি টেনে ডিভাইডার তৈরী করে দেন। তার সাথে ছিলেন রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, জেলা পুলিশে ট্রাফিক পুলিশের পরিদর্শক প্রিদর্শি চাকমা, নোয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া মেম্বার, পথেরহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,যুবলীগ নেতা সেকান্দর হোসেন, রাউজান উপজেলা ছাত্রলীগ দক্ষিণের সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।
রাউজানের বদনাম হয় এমন কিছু না লেখাই ভাল : এমপি ফজলে করিম চৌধুরী
রাউজান :: রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর সাথে তার শহরস্থ বাসায় এক মতবিনিময় সভা করেছে রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। গতকাল ১৪ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাংসদ এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন রাউজানের মানুষের দোয়ায় আমি করোনামুক্ত হয়েছি। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সাংবাদিকদের পরামর্শ দিয়ে তিনি বলেন রাউজানের ইতিহাস ঐতিহ্যের কথা তুলে ধরে উন্নয়ন সমৃদ্ধির কথা লিখুন। বদনাম হয় এমন কিছু না লিখলেই ভাল। তিনি উপস্থিত সাংবাদিকগণকে কলম উপহার দেন। এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি শফিউল আলম, রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম , সাবেক সভাপতি জাহেদুল আলম, সাবেক সভাপতি এম. বেলাল উদ্দিন, সাবেক সভাপতি মোরশেদ হোসেন চৌধুরী, সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন জুবাইর, সাংবাদিক এস. এম. ইউসুফ উদ্দিন, এম জাহাঙ্গীর নেওয়াজ, শাহেদুর রহমান মোরশেদ, নেজাম উদ্দিন রানা, এম রমজান আলী ও সাংগঠনিক কামাল উদ্দিন হাবীবী প্রমুখ।





ঈশান তালুকদার বাড়ী মহামুনি বৌদ্ধ বিহারে আচারিয পূজা, অষ্ট পরিস্কার ও সংঘদান অনুষ্টান অনুষ্ঠিত
মিরসরাইয়ে অবৈধ বালু মহালে যৌথ অভিযান
স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
মিরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত