বুধবার ● ২৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » কৃষি » রাজস্থলীতে ধান্য মরিচের বাম্পার ফলন : কৃষকের মুখে হাসি
রাজস্থলীতে ধান্য মরিচের বাম্পার ফলন : কৃষকের মুখে হাসি
রাজস্থলী ( রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় এবার ছোট ধান্য মরিচের বাম্পার ফলন ভালো হয়েছে। এতে কৃষকের মুখে হাসির জোয়ার বয়ে আসছে।
জানা যায়,রাজস্থলীর দুর্গম পার্বত্য পাহাড় বৈশিষ্ট্য ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের মাঘাইনপাড়া, জান্দিমইন ও মুবাছড়ি এলাকায় উচু উচু পাহাড়ে এ মরিচের চাষ করা হয়। পাহাড়ের উপজাতীয় সম্প্রদায়রা গায়ের ঘাস পায়ে ফেলে এ মরিচ চাষে করে। তাদের উৎপাদিত মরিচ দেশের বাহিরে তথা ঢাকা চট্রগ্রাম,কুমিল্লা,রাঙ্গুনিয়া সহ বিভিন্ন জায়গা সরবরাহ করে থাকে। জান্দিমইন এলাকার কৃষক,রতিমহন তনচংগ্যা জানান, বর্ষা মৌসুমে তারা চাড়া রোপন করে, শীত কাল আসার সাথে সাথে মরিচ বিক্রি শুরে করে। একেক সময় মরিচের দাম বৃদ্ধি হয়। মুসলমানদের রমজানের সময় এ ধান্য মরিচের দাম আকাশচুম্বি।
আজবুধবার ২৮ অক্টোবর এ দৃ্শ্য দেখা যায় রাজস্থলী বাজারের হাটের দিন। শহর থেকে মরিচ ক্রয় করতে আসা ব্যবসায়ীরা মরিচ কিন্তে ধুম পড়েযায়।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান বলেন, প্রতি সপ্তাহে দেখি এ ধান্য মরিচ বাজারে উঠতে দেখি। প্রায় সময় কৃষকরা পরার্মশ নেওয়ার জন্য আমার অফিসে আসে। আমি উপসহকারী কৃষি কর্মকর্তাতের মাঠ পর্যায়ে চাষীদের সাথে মতবিনিময় করার জন্য পরার্মশ দিই। ফলে এবার ধান্য মরিচের বাম্পার ফলন হওয়াতে কৃষকের হাসি খুশি ফুটে উঠেছে। ছোট ধান্য চাষী নৃগোষ্ঠী কৃষকরা আগামীতে এর ভালো ফলন পাব বলে আশাবাদী।





আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা
কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত
বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক
আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ
শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান
ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা
রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি
সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান