বুধবার ● ২৮ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ঢাকা » বাংলাদেশ সরকারকে নিন্দা ও প্রতিবাদ জানানোর দাবি
বাংলাদেশ সরকারকে নিন্দা ও প্রতিবাদ জানানোর দাবি
সংবাদ বিজ্ঞপ্তি :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে ফ্রান্সে ইসলামের নবী হযরত মুহাম্মদ (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং তাকে কেন্দ্র করে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর বক্তব্যকে ইসলাম বিদ্বেষী, ঘৃণা সৃষ্টিকারী ও উস্কানীমূলক হিসাবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন ধর্মীয় বিদ্বেষ সৃষ্টিকারী ফরাসী প্রেসিডেন্টের এই অপমানজনক বক্তব্য ইসলাম ধর্মাবলম্বীসহ যেকোন ধর্মপ্রাণ মানুষকেই ক্ষুব্ধ করবে। মহানবীর ব্যাঙ্গচিত্র প্রদর্শন ও তার রেশ ধরে ফরাসী প্রেসিডেন্টের চরম দায়িত্বহীন বক্তব্য ফ্রান্সে বসবাসরত ও বিরাট সংখ্যক মুসলমান জনগোষ্ঠির ধর্মীয় অনুভূতিতেও আঘাত হেনেছে। তিনি আপত্তিকর এই ধরনের বক্তব্য ও আচরণের জন্য ফরাসী প্রেসিডেন্টকে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন ফ্রান্সের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে উগ্র দক্ষিণপন্থী জাতীয়তাবাদীদের সমর্থন পেতে ইমানুয়েল ম্যাঁখোর ধর্মীয় বিদ্বেষ ও অসহিষ্ণুতাসৃষ্টিকারী বক্তৃতা-বিবৃতি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। ম্যাঁখোর ভূমিকায় ধর্মীয় সহনশীলতায় ফরাসী ঐতিহ্যকে যেমন কালিমালিপ্ত করেছে তেমনি গণতান্ত্রিক ফরাসী সমাজে ধর্মীয় ও সম্প্রদায়গত হিংসা, বিদ্বেষকে বাড়িয়ে তোলার রাস্তাও খুলে দিয়েছে। তিনি বলেন, ধর্মনিরপেক্ষতার কথা বলে বিশেষ কোন ধর্ম ও ধর্ম অনুভূতিকে হেয় করার কোন অবকাশ নেই।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, মতপ্রকাশের জন্য আবার কাউকে আক্রমন করা, হত্যা করা বা এই ধরনের কোন পরিস্থিতি তৈরী করাও সমর্থনযোগ্য নয়।
বিবৃতিতে তিনি বাংলাদেশ সরকারকে ফরাসী দেশে ইসলামের নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনী ও ফরাসী প্রেসিডেন্টের দায়িত্বহীন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানানোরও আহ্বান জানিয়েছেন।





আক্রান্ত প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
দৈনিক পথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগ ও ভাংচুর পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা
গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে
তামাক নিয়ন্ত্রণ : বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে এগিয়ে বাংলাদেশ, আইন সংশোধনের দাবি
১২ ডিসেম্বর থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান