সোমবার ● ৯ নভেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা » পতিত স্বৈরশাসক এরশাদের ভুত শাসকগোষ্ঠি এখনও কাধে করে হাঁটছে : সাইফুল হক
পতিত স্বৈরশাসক এরশাদের ভুত শাসকগোষ্ঠি এখনও কাধে করে হাঁটছে : সাইফুল হক
সংবাদ বিজ্ঞপ্তি :: আগামীকাল মঙ্গলবার শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে নূর হোসেনের আত্মদানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিদ্যমান অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটিয়ে ভোটের অধিকারসহ গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার লড়াই জোরদার করতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন এবং বলেছেন স্বৈরতন্ত্রকে বিদায় দেয়া ছাড়া দেশ, জনগণ ও গণতন্ত্রের মুক্তি নেই। তিনি বলেন, ৯০ এ ছাত্র-জনতার অভ্যুত্থানে সামরিক স্বৈরতন্ত্রকে বিদায় দেয়া হলেও ক্ষমতাসীন শাসকেরা এরশাদের ভুতকে এখনও কাধে নিয়ে হাঁটছেন। এই শাসকগোষ্ঠির দেউলিয়া ও সুবিধাবাদী রাজনীতির কারণে পতিত স্বৈরশাসকের রাজনৈতিক পুনর্বাসন করা হয়েছে। এই শাসকেরাই এখন মানুষের ভোটের অধিকার হরণ করেছে, গণতন্ত্র ও সুশাসনকে একসাথেই বনবাসে পাঠিয়েছে। গোটা নির্বাচনী ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে। গণতান্ত্রিক শাসনের নামে তারা চরম কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। দেশের গণতান্ত্রিক ভবিষ্যতকে তারা গভীর খাদে নিক্ষেপ করেছে।
এই বিপজ্জনক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে তিনি বর্তমান কর্তৃত্ববাদী স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে অধিকার ও মুক্তি অর্জনে সকল গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ সংগ্রাম জোরদার করার আহ্বান জানান। তিনি বলেন,্ এই সংগ্রামে শহীদ নূর হোসেন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।
কর্মসূচি:
শহীদ নূর হোসেন দিবসে আগামীকাল সকাল ৮টায় নূর হোসেন স্মৃতিস্তম্ভে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হবে।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন
বাজুস এর নতুন সহ-সভাপতি হলেন ইকবাল হোসেন চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন
ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেলের প্রাপ্যতা নিশ্চিতের তাগিদ
ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনকে কোনভাবে ঝুঁকিতে নিক্ষেপ করা যাবেনা
চিকিৎসাহীনতার কারণেই মৃত্যু হয়েছে জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের : আবু হাসান টিপু
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাফল্য আশাব্যঞ্জক, তবে যথেষ্ট নয়