বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু
কাউখালীতে স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের মাঝেরপাড়া গ্রামে গতকাল বুধবার রাত্রে রহস্যজনক ভাবে এক স্কুল ছাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়।
থানায় নিহত স্কুল ছাত্রীর পিতার দায়েরকৃত এজাহার সুত্রে জানা যায়,উপজেলার ৪নং কলমপতি ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ী এলাকা মাঝের পাড়া গ্রামের বাসিন্দা হলামং উ মারমার মেয়ে নাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী উক্রাচিং মারমা (১৪) গতকাল বুধবার রাত্রে নিজ বাড়িতে ঘরের বাশেরঁ ছালায় নিজ ওড়না পেছিয়ে রহস্যজনকভাবে আত্মহত্যা করেন বলে জানান। কিন্তু কি কারনে কেন তার মেয়ে আত্মহত্যা করেছেন তা তিনি এবং তার পরিবারের কেউ কিছুই জানেন না বলে নিহতের পিতা জানান। পরে কাউখালী থানা পুলিশ খবর পেয়ে রাত ১১টার সময় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্বার করে থানায় নিয়ে আসেন। আজ বৃহস্পতিবার নিহত লাশের পোষ্ট মর্টেমের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয় বলে কাউখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. শহিদ উল্লা পিপিএম জানান। এ ব্যাপারে নিহতের পিতা বাদি হয়ে কাউখালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। মামলা নং ৭,তারিখ-১১ নভেম্বর মামলার আইও এসআই শেখ মোহাম্মদ জাবেদ।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন