শনিবার ● ১২ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » শহীদ চিত্তরঞ্জন ও শহীদ সুবিমল বাংলাদেশের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ : নজরুল ইসলাম চৌধুরী এমপি
শহীদ চিত্তরঞ্জন ও শহীদ সুবিমল বাংলাদেশের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ : নজরুল ইসলাম চৌধুরী এমপি
চট্টগ্রাম :: চন্দনাইশ পৌরসভার মধ্যম জোয়ারা গ্রামের কৃতি সন্তান শহীদ সুবিমল বড়ুয়া’র বীরত্বগাঁথা ইতিহাস বাংলাদেশের মানচিত্রের সাথে জড়িয়ে আছে। এটি বাঙালি জাতির এক অনন্য গৌরবের বিষয়। শহীদ চিত্তরঞ্জন ও শহীদ সুবিমল বাংলাদেশের গৌরবময় ও কালজয়ী ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। তাঁদের বীরত্বপূর্ণ অবদান স্মরণ ও স্মৃতি রক্ষায় শহীদ সুবিমল স্মৃতি সংসদ যেসকল কল্যাণমুখী ও বোধের চেতনা সমৃদ্ধ কাজ করছে তা প্রশংসার দাবিদার। তাঁদের কীর্তিগাঁথা ও গৌরবময় ইতিহাস প্রজন্মের কাছে তুলে ধরতে মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ সকলের দায়িত্ব ও কর্তব্য। শহীদ সুবিমল স্মৃতি সংসদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও স্মারক সম্মাননা গ্রহণকালে সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী উপরোক্ত মন্তব্য করেন।
চন্দনাইশ উপজেলা মধ্যম জোয়ারা গ্রামের ঐতিহ্যবাহী শহীদ সুবিমল স্মৃতি সংসদের উদ্যোগে সংগঠনের নেতৃবৃন্দ বিজয়ের মাস ও শহীদ সুবিমল স্মরণে স্মারক সম্মাননা প্রদান ও মতবিনিময় আজ ১২ ডিসেম্বর সকাল ১১টায় নগরীর চট্টেশ্বরী রোডস্থ বিভারলী হিল এস্টেট এলাকাস্থ সাংসদের বাসভবনে সভাপতি এ্যাপোলো বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৪ চন্দনাইশ আসনের সংসদ সদস্য, বিমান ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। এসময় নজরুল ইসলাম চৌধুরী বলেন, মানবিক ও চেতনার দায়িত্ববোধ থেকে চন্দনাইশের গৌরব এই দুইজন মহান ব্যক্তিত্বের স্মৃতি রক্ষায় সরকারের পক্ষ থেকে বহুমুখী উন্নয়নমূলক পদক্ষেপ এবং উদ্যোগ নেওয়া হবে। তিনি আরো বলেন, শহীদ চিত্তরঞ্জন ও শহীদ সুবিমল বড়ুয়া আমাদের চেতনার আবেক ও ভালোবাসার নাম। তাঁরা মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে আজীবন জড়িয়ে থাকবে। যিনি দেশ ও জাতির আত্মবিসর্জন করে শিখিয়ে গেছেন মানব জীবনের স্বার্থকতা ও মূল্যবোধ কি। এসময় উপস্থিত ছিলেন কার্যকরী সংসদের উপদেষ্টা রুবেল বড়ুয়া, অলক বড়ুয়া, সংগঠক সরিৎ চৌধুরী সাজু, স.ম জিয়াউর রহমান, রকি বড়ুয়া, তনু বড়ুয়া, শুভ বড়ুয়া, দিব্য বড়ুয়া প্রমুখ।





প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞার বিরুদ্ধে ৩৬ লাখ টাকার আত্মসাতের অভিযোগ
মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার-৯
পদুয়ায় বনভূমি দখল নিয়ে দ্বন্দ্ব : প্রভাবশালীর চাঁদাবাজির অভিযোগ
চুয়েটে “ফায়ার ড্রিল এন্ড ইকিউ ড্রিল ফর টিচার্স, অফিসার্র এন্ড স্টাফ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
মিরসরাইয়ে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলে নিহত
মিরসরাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সাথে ধাক্কায় নিহত-১
হিতকরী’র অর্থ সহায়তা প্রদান, সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ইউপিডিএফ-এর ভয়ঙ্কর চক্রান্তের বিরুদ্ধে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ
রাঙ্গুনিয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলা ও দুর্গাপূজা নিয়ে পুলিশের মতবিনিময়