শুক্রবার ● ১৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ঢাকা » শাসকদের দেউলিয়াত্বের কারণে সাম্প্রদায়িক ফ্যাসিস্ট শক্তি পুনর্বাসিত হয়েছে
শাসকদের দেউলিয়াত্বের কারণে সাম্প্রদায়িক ফ্যাসিস্ট শক্তি পুনর্বাসিত হয়েছে
ঢাকা :: আজ মহান বিজয় দিবসে আজ সকালে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, কেন্দ্রীয় কিিটর সদস্য এ্যাপোলো জামালী, অরবিন্দু বেপারী বিন্দু, কেন্দ্রীয় সংগঠক ডা. মনোয়ার হোসেন, ঢাকা মহানগর কমিটির সদস্য জোনায়েত হোসেন, বিপ্লব হোসেন খান, শ্রমিক নেতা নাঈম খানসহ নেতাকর্র্মীরা পুস্তবক অর্পণ করেন।
এরপর স্মৃতিসৌধে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ১৯৭১ এ ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়েই ইতিহাসে প্রথমবারের মত বাংলাদেশের মানুষ নিজেদের স্বাধীন রাজনৈতিক মানচিত্র নিশ্চিত করে; প্রতিষ্ঠিত করে আত্মমর্যাদাসম্পন্ন স্বাধীন জাতিরাষ্ট্র। ভাবাদর্শ, সংস্কৃতি আর রাজনীতিকেও বিদায় দেয়। কিন্তু গত পাঁচ দশকে শাসকদের দেউলীয়া রাজনীতির কারণে পরাজিত ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তি ও তাদের ভাবাদর্শ আবার নানাভাবে পুনর্বাসিত হয়েছে।
গত কয়েক দশকে দেশের সরকারসমূহের চরম সুবিধাবাদী রাজনীতির কারণে সাম্প্রদায়িক ফ্যাসিস্ট শক্তি সামাজিক ও রাজনৈতিকভাবে পুনর্বাসিত হয়েছে এবং দেশের মৌল আদর্শ ও নীতিসমূহের বিরুদ্ধেই এরা এখন অবস্থান গ্রহণ করেছে। আর শাসকগোষ্ঠি জনগণের ভোটাধিকার হরণ করে দেশে এক চরম কর্তৃত্ববাদী দুঃশাসন অব্যাহত রেখেছে।
তিনি এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে স্বাধীনতার ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে জনগণের বহৃত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।





রোগ তালিকার শীর্ষে উচ্চ রক্তচাপ, নিরবিচ্ছিন্ন ওষুধ সরবরাহের আহ্বান
দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর বিভৎসতা গণআতংক তৈরী করেছে
আক্রান্ত প্রথম আলো ও ডেইলি স্টার ভবন পরিদর্শনে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
দৈনিক পথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটে অগ্নিসংযোগ ও ভাংচুর পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা
গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে
তামাক নিয়ন্ত্রণ : বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে এগিয়ে বাংলাদেশ, আইন সংশোধনের দাবি
১২ ডিসেম্বর থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে