সোমবার ● ২৮ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে প্রতিবন্ধীদের পাশে মানবিক পুলিশ কর্মকর্তা এসআই জহির
রাঙামাটিতে প্রতিবন্ধীদের পাশে মানবিক পুলিশ কর্মকর্তা এসআই জহির
![]()
রাঙামাটি :: রাঙামাটি শহর ও আশপাশ এলাকায় খুঁজে খুঁজে অসহায় ও গরীব প্রতিবন্ধীদের মানবিক সহযোগীতা করে যাচ্ছেন রাঙামাটি জেলা বিশেষ শাখার পুলিশ কর্মকতা এসআই জহির। তিনি ইতিমধ্যে জেলায় যোগদান করার পর করোনায় ক্ষতিগ্রস্থ মানুষদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছেন।
এছাড়া অসহায় ও গরীব প্রতিবন্ধীদের কে খুঁজে খুঁজে কাউকে হুইল চেয়ার, শীতবস্ত্র এবং কাউকে নগদ অর্থ দিয়ে মানবিক সহযোগীতা করে যাচ্ছেন। রাঙামাটি জেলায় তিনি গত ১৯ অক্টোম্বর-২০১৯ সালে যোগদান করেন।
এসআই জহিরের উল্লেখযোগ্য মানবিক কাজ গুলো হচ্ছে, তিনি করোনা সংক্রমণের পর নিজ জমানো হজ্জের টাকা করোনা ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে বিতরন করেন। করোনা সংক্রমণ শুরুর দিকে রাঙামাটিতে করোনা পজেটিভ রোগীদের পাশে ঔষুধ ও ত্রান সামগ্রী প্রদান করেন।
এছাড়া কাপ্তাই হ্রদের ক্ষতিগ্রস্থ জেলেদের ত্রান সামগ্রী প্রদান করেন, রাঙামাটি শহরের ভেদভেদী মুসলিমপাড়া ক্যান্সার আক্রান্ত এক মায়ের একমাত্র মেয়ের লেখাপড়ার দায়িত্ব নেন, বন্ধুকভাঙ্গা ইউ/পি মুবাছড়ি গ্রামের প্রতিবন্ধী জয়কুমারী চাকমাকে হুইল চেয়ার বিতরনে সহায়তা করেন, চম্পকনগর আঃ জলিলের কলোনী প্রতিবন্ধী কামাল হোসেন রাজা মিয়াকে হুইল চেয়ার বিতরনে সহায়তা করেন, চম্পকনগরে মসজিদ সংলগ্ন প্রতিবন্ধী তানিয়াকে শীতবস্ত্রসহ আর্থিক সহায়তা করেন, স্বর্নটিলা প্রতিবন্ধী উদয়, ভেদভেদী পশ্চিম মুসলিমপাড়ার শুকুর, সহ বেশ কয়েকটি শারীরিক প্রতিবন্ধীসহ অসহায় মানুষদের আর্থিক সহযোগীতা করেন।
এসআই জহির তার পূর্ববর্তী কর্মস্থল লক্ষীপুর রামগঞ্জ থানায় একাদিক শারীরিক প্রতিবন্ধীদের মাঝে মানবিক কাজ করেছেন।
এ ব্যাপারে এসআই জহির বলেন পুলিশের চাকুরীতে যথেষ্ঠ মানবিক কাজ করার সুযোগ রয়েছে সেই সুযোগটা কাজে লাগিয়ে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করাসহ পুলিশ জনগনের সর্তিকারের বন্ধু হওয়ার ভূমিকা রাখতে চান তিনি।





বৃহত্তর বনরূপা ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতি এর শুভেচ্ছা বিনিময়
কাপ্তাইয়ে জাতীয় সমবায় দিবস পালন
কাউখালীতে ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালন
পাচারকালে ১ হাজার ৯শত পিস ইয়াবাসহ মিরসরাইয়ে গ্রেফতার-২
রাঙ্গুনিয়ায় শ্রমিক নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
কাপ্তাইয়ে সাপছড়ি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব সম্পন্ন