বুধবার ● ৩০ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা সম্পন্ন
চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা সম্পন্ন
সংবাদ বিজ্ঞপ্তি :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর অফিসার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ ডিসেম্বর বুধবার বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম । সভায় সভাপতিত্ব করেন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম। অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক কাজী শাহেদ হাসানের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুপ। এতে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অ্যাসোসিয়েশনের সদস্যগণ সভায় অংশগ্রহণ করেন। সভায় সমিতির অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিগত কার্যকরী কমিটির আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, “কর্মকর্তারা হচ্ছেন একটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম চালিকাশক্তি। চুয়েটের চলমান অগ্রযাত্রাকে এগিয়ে নিতে কর্মকর্তাদের ভূমিকার তিনি প্রশংসা করেন। কর্মকর্তাদের যে কোনো যৌক্তিক দাবি ও পাওনাদি সরকারি বিধি মোতাবেক হলে তা অবশ্যই প্রাপ্য হবেন বলেও তিনি আশ্বাস দেন।
এদিকে আগামী ২০২১-২২ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে প্রধান প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম এবং নির্বাচন কমিশনার হিসেবে অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. নুরুল হুদাকে দায়িত্ব প্রদান করা হয়েছে।





রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
পাচারকালে ১ হাজার ৯শত পিস ইয়াবাসহ মিরসরাইয়ে গ্রেফতার-২
রাঙ্গুনিয়ায় শ্রমিক নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
রাঙ্গুনিয়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ
প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞার বিরুদ্ধে ৩৬ লাখ টাকার আত্মসাতের অভিযোগ
মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার-৯
পদুয়ায় বনভূমি দখল নিয়ে দ্বন্দ্ব : প্রভাবশালীর চাঁদাবাজির অভিযোগ
চুয়েটে “ফায়ার ড্রিল এন্ড ইকিউ ড্রিল ফর টিচার্স, অফিসার্র এন্ড স্টাফ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত