বৃহস্পতিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভা
রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভা

ষ্টাফ রিপোর্টার :: (২৫ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.২০মিঃ) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা এ রাঙামাটি শহরে এক শ্রেণীর অবৈধ দখলদার অবৈধ স্থাপনা গড়ে তুলে সৌন্দর্য বিনষ্ট করছে ৷ সকলে মিলে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে ৷ তিনি বলেন, এ জেলায় বসবাসরত সকল মানুষের সার্বিক কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে ৷
২৫ ফেব্রুয়ারি ২০১৬ইং বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ সম্মেলনকক্ষে ফেব্রুয়ারি মাসের জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান একথা বলেন৷
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় রাঙামাটি জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে ম্যাজিষ্ট্রেট রেজাউল করিম, পুলিশ বিভাগের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) চিত্ত রঞ্জন পাল, পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ’সহ জেলার বিভিন্ন বিভাগীয় প্রধান ও কমিটির প্রতিনিধি উপস্থিত ছিলেন ৷
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শহরের অবৈধ স্থাপনার বিষয়ে যে কোন সময় পুলিশ কন্ট্রোল রুমে অথবা সরাসরি পুলিশ প্রশাসনকে অবগত করার অনুরোধ জানান তিনি৷ তিনি বলেন, অন্যান্য জেলার তুলনায় এ জেলার আইন শৃংখলা পরিস্থিতি অনেক স্বাভাবিক রয়েছে ৷ তিনি আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন৷
সহকারী পুলিশ সুপার বলেন, সম্প্রতি দুর্গোত্সবে ঘন ঘন বিদ্যুতের লোড শেডিংএর পরও পুলিশ বিভাগ জনগণের নিরাপত্তায় সব সময় নিয়োজিত ছিল ৷ এর ফলে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি ৷ যে কোন ধরনের উদ্ভুত পরিস্থিতি ও আইন শৃংখলার প্রয়োজনে সরাসরি পুলিশ বিভাগকে ফোনে জানানোর অনুরোধ জানান তিনি৷
রাঙামাটি সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, কলেজের শিক্ষার্থীদের সুরক্ষায় একটি গেইট করা হবে ৷ এ বিষয়ে পরিষদের সহযোগিতা চেয়ে একটি পত্র প্রেরণ করা হয়ছে৷
পার্বত্য চট্টগ্রাম বিদ্যুত্ উন্নয়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা বলেন, পার্বত্য চট্টগ্রামে বিদ্যুত উন্নয়নের জন্য নতুন ডিপিপি প্রস্তুত করা হয়েছে ৷
মত্স্য উন্নয়ন কর্পোরেশন এর কর্মকর্তা জানান, কাপ্তাই হ্রদে কচুরিপানা অপসারণের বিষয়ে গতকাল পরিষদে একটি সভা করা হয়েছে ৷ এ বিষয়ে কৃষি সম্প্রসারণ বিভাগকে সাথে নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে ৷
বিটিসিএল এর সহকারী প্রকৌশলী জানান, বর্তমানে সরকারি প্রতিষ্ঠান গুলোতে উচ্চ ক্ষমতা সম্পন্ন ইন্টারনেট সংযোগ প্রদান করা হয়েছে ৷ যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান এখনো এ সুবিধা গ্রহণ করেনি তাদের বিটিসিএল কার্যালয়ের মোবাইল ০১৫৫০১৫১৮৫৮ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি ৷
জেলা খাদ্য বিভাগের কর্মকর্তা জানান, বর্তমানে এ জেলার প্রত্যেক উপজেলায় পর্যাপ্ত পরিমানে খাদ্য মজুদ রয়েছে এবং বর্তমানে জেলা খাদ্য গুদামে ৩হাজার ৫শত মেট্রিক টন খাদ্য মজুদ আছে ৷
জেলা ইক্ষু গবেষণা ইন্সটিটিউট এর কর্মকর্তা জানান, বর্তমানে ৭৪টি প্রদশর্নী প্লট রয়েছে এবং দুর্গম জুরাছড়ি উপজেলা থেকে বিষমুক্ত আখের গুড় সংগ্রহ করা হয়েছে৷ আগ্রহীরা ক্রয় করতে চাইলে জেলা ইক্ষু গবেষণা ইন্সটিটিউটে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি ৷





আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা
কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত
বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক
আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ
শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান
ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা
রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি
সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান