শুক্রবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » বেতবুনিয়ার একজন উচ্চ শিক্ষিত সমাজ সেবক জাকির হোসেন চৌধুরী
বেতবুনিয়ার একজন উচ্চ শিক্ষিত সমাজ সেবক জাকির হোসেন চৌধুরী

ষ্টাফ রিপোর্টার :: (২৬ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ১০.১০মিঃ) রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া মডেল ইউনিয়নের একজন উচ্চ শিক্ষিত সমাজ সেবক হিসেবে ধনী গরিব সবার কাছে প্রিয় পরিচিত মুখ মোঃ জাকির হোসেন চেীধুরী ৷
তিনি বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মৃত হামিদুল হক চৌধুরী ও মৃত মাবিয়া খাতুনের সুযোগ্য উত্তরসুরী ৷
ব্যবসায়ী পিতা ও গৃৃহিনী মাতার সন্তান মোঃ জাকির হোসেন চৌধুরী বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করার পর চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসীন কলেজ থেকে পদার্থ বিজ্ঞানে বিএসসি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ২০০১ সালে এমএসসি পাশ করেন ৷
ব্যক্তি জীবণে এক ছেলে ও এক মেয়ের পিতা, তিনি দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করেও পেশায় ব্যবসা ও সমাজসেবা হিসাবে গ্রহন করেছেন ৷
সমাজ সেবার প্রতি তীব্র আকর্ষণ ও শিক্ষার প্রতি প্রবল অনুরাগী তাই অংশু প্রু মারমা’র অনুরোধে ১৯৯৮ সাল থেকে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসাবে বিনাবেতনে দীর্ঘ ১৮ বছর যাবৎ খাসখালী জুনিয়র উচ্চ বিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন ৷
একই সাথে সমাজসেবার প্লাটফর্ম হিসেবে নাম লেখেন রাজনীতিতে ৷ বর্তমানে রাঙামাটি জেলার কাউখালী উপজেলা শাখা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন ৷ এর আগে তিনি কাউখালী উপজেলা স্বেচ্ছা সেবক লীগের আহবায়কের দায়িত্ব পালন করেন ৷
এলাকায় অত্যান্ত জনপ্রিয় মানুষটি নম্রভাষী মোঃ জাকির হোসেন চেীধুরী বলেন, “সাধারন মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানো, যুবক ও যুবতীদের কর্মসংস্থান সৃষ্টি করে এলাকার বেকারত্ব দূর করা, এলাকাবাসীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা, এলাকার জীবণযাত্রার মান উন্নয়ন করা, শিক্ষা ক্ষেত্রে অবদান রাখা যাতে এলাকায় একজন ও নিরক্ষর না থাকে বা শিক্ষার্থীরা ঝরে না পরে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা, জনসাধারনের স্বাস্থ্য খাতে উন্নয়ন ঘটানো, পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখা ইত্যাদি কয়েকটি বিষয়ের উপর সমাজে ও এলাকায় কাজ করতে বিশেষ কারণে মুক্তিযুদ্ধের পক্ষের দল বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতিতে আসা”৷
এছাড়া সমাজের মঙ্গলের জন্য কাজ করতে একটা রাজনৈতিক প্লাটফর্ম লাগে বলেন জাকির ৷
মোঃ জাকির হোসেন চেীধুরী রাজনীতিকে সমাজ সেবার প্লাটফর্ম হিসেবে নিলেও গত নির্বাচনে স্বেচ্ছাসেবক লীগ কাউখালী উপজেলা শাখার যুগ্ম আহবায়ক থাকাকালীন উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিলে নিজের দলের নেতা বর্তমান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংশু প্রু মারমা’র অনুরোধে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জমা দেয়া মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন ৷
কিন্তু তিনি কাঊখালী উপজেলা আওয়ামীলীগ কমিটির কোন ধরনের মতামত ছাড়া অংশু মারমা’র ভগনীপতিকে এবার বেতবুনিয়া মডেল ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দিয়েছেন ৷
তিনি ক্ষোভের ও দুঃখের সহিত বলেন, বিএনপির নেতা কর্মীরা তার বিরুদ্ধে ৩১১,২৭৮ ও ২৮০ নং ৩টি মামলা দায়ের করেন ৷ যেগুলো পরবর্তীতে রাজনীতিক মামলা হিসেবে খারিজ করা হয় ৷
বেতবুনিয়া মডেল ইউনিয়ন এবং বেতবুনিয়া বাজার এলাকায় ঘুরে দেখা গেছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ জাকির হোসেন চেীধুরী’কে ইউনিয়নের চেয়ারম্যান পদে দেখতে চায় আওয়ামীলীগ দলীয় নেতা/কর্মীরা এবং সাধারন ভোটার ও এলাকাবাসী, কিন্তু তার দল উপজেলা আওয়ামীলীগ মোঃ জাকির হোসেন চেীধুরী’কে ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন না দিয়ে তার স্থলে দলীয় কেউ নয় অথচ কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি’র ভগনীপতি বিএনপি পন্থীকে মনোনয়ন দিলে জনগণের শত অনুরোধ উপেক্ষা করে অংশু প্রু মারমার একক সিদ্ধান্তকে তিনি মেনে নিলেও শেষ পর্যন্ত পরিস্থিতি কি হবে বুঝা মুশকিল।
কিন্তু মোঃ জাকির হোসেন চেীধুরী’কে দল থেকে মনোনয়ন না দেওয়ায় এলাকার দলীয় নেতাকর্মীরা ও সাধারন জনগণ হতাশা প্রকাশ করেছেন, এবং মোঃ জাকির হোসেন চেীধুরী’কে ইউপি চেয়ারম্যান পদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য এলাকার মুরব্বীরা বারবার অনুরোধ করছেন যেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়যুক্ত হয়ে এলাকার সাধারন জনগণের জন্য কাজ করেন ৷
মোঃ জাকির হোসেন চেীধুরী এবং তার সমর্থকরা এখনো আশা করছেন আসন্ন বেতবুনিয়া মডেল ইউনিয় পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় প্রার্থী হিসাবে পরিক্ষিত নেতা ও শিক্ষিত যোগ্য ব্যাক্তিকে চেয়ারম্যান পদে মূল্যায়ন করে দলীয় মনোনয়ন তাকেই দেয়া হবে ৷
এ ব্যাপারে মোঃ জাকির হোসেন চেীধুরী’র সমর্থকরা এবং এলাকার সাধারন ভোটাররা কাউখালি উপজেলা আওয়ামীলীগ,জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেছেন ৷





আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা
কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত
বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক
আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ
শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান
ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা
রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি
সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান