সোমবার ● ৮ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
রাউজানে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানে এক গৃহবধূর লাশ উদ্ধার করছেন থানা পুলিশ।
আজ ৮ ফেব্রুয়ারী সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ভোমর পাড়া গ্রামের ইদ্রিস চেয়ারম্যানের বাড়ি হতে এই লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর ঐ এলাকার নুর মোহাম্মদের পুত্র মো: আকিজুর রহমান ইমনের স্ত্রী ইরফাত আলম ইরা (২০)। নিহতের জাল নুসরাত জাহান বলেন, বিকাল ৪টার দিকে আমার দেবর ইরার স্বামী দুবাই থেকে ফোন করে আমাকে জানান যে ইরা আমার দেবরের ফোন রিসিভ করছে না তিনি আমাকে কক্ষে গিয়ে দেখার জন্য বলেন। এসময় গিয়ে দেখি দরজা বন্ধ অবস্থায়। তখন ফোনে আমার দেবর বলেন ইরা কিছু একটা করে ফেলেছে মনে হচ্ছে। তখন আমি অনেক চেষ্টা করে লাতিমেরে দরজা ভেঙ্গে কক্ষে প্রবেশ করে দেখি তিনি জানালায় গলার ওড়না পেছিয়ে ঝুলে আছেন। আমি তাৎক্ষণিকভাবে ওড়না কেটে দিয়ে নিছে নামাই, এরপর শাশুড়ীকে ডেকে চিকিৎসার জন্য ঘরের বাইরে নিয়ে আসি।
তিনি আরও জানান, গত ২০১৮ সালের দিকে প্রেমের মাধ্যমে পালিয়ে বিয়ে করেন তাঁরা। এসময় ঢাকায় একবছর থাকার পর আমার স্বামী বাড়িতে অনুষ্ঠান করে তাঁদের ঘরে তুলেন। জানা গেছে, জানা যায়, তিন বছর আগে আজিজুর রহমান ইমন তার আপন খালাত বোন পার্শ্ববর্তী পাহাড়তলী ইউনিয়নের শেখ পাড়া গ্রামেন মৃত দেলোয়ার আলমের কনিষ্ঠ কন্যাকে তার পরিবারের অমতে বিয়ে করেন। তাঁদের বিয়ে ইরার পরিবার মেনে নেননি। মেয়ের মৃত্যুর খবর শুনেও তাঁর পরিবারের কেউ তাঁকে শেষবার দেখতে আসেনি।
সরজমিন দেখা গেছে, যে ঘর থেকে ইরার মরদেহ উদ্ধার করা হয়েছে সেই ঘরের দরজার উচ্চতা খুবই কম। ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী, ইউপি সদস্য নাছির উদ্দিন ও কমল চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে পুলিশ পরিদর্শক (তদন্ত) কায়ছার হামিদ বলেন, ময়নাতদন্তের সাপেক্ষে বলা যাবে কি ঘটেছে। ফাঁসিতে নিজে ঝুলেছেন নাকি কেউ ঝুলিয়ে দিয়েছেন।





স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
মিরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত
চুয়েটে শুরু হতে যাচ্ছে স্থাপত্য বিভাগের দুইদিনব্যাপী আর্ন্তজাতিক কনফারেন্স
জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন
মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
ইগনাইট মিরসরাই’র নতুন কমিটি গঠন