রবিবার ● ১৪ মার্চ ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে যাত্রীবাহী বাস খাদে : আহত-২৫
মিরসরাইয়ে যাত্রীবাহী বাস খাদে : আহত-২৫
আকতার হোসেন, চট্টগ্রাম (মিরসরাই) প্রতিনিধি :: মিরসরাইয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৫ জন আহত হয়েছে। আজ রবিবার ১৪ মার্চ দুপুর বারোটার দিকে বারইয়াহাট থেকে খাগড়াছড়ি সড়কের পূর্ব হিঙ্গুলী বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
ফেনী টু খাগড়াছড়ি রুটের হিল কিং পরিবহনের খাগড়াছড়িগামী একটি বাস চট্টমেট্রো-জ-১১-০১৬৪ হিঙ্গুলী ব্রীজ পার হওয়ার সাথে সাথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিপরীত পাশে খাদে পড়ে যায়। এতে বাসের ২৫ জন যাত্রী আহত হয়।
পূর্ব হিঙ্গুলী বাজার কমিটির সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন প্রকাশ মনি টেইলার জানান, হঠাৎ বিকট শব্দে দোকান থেকে বের হয়ে দেখি ফেনী-খাগড়াছড়ির হিল কিং পরিবহনের একটি বাস খাগড়াছড়ি যাওয়ার সময় উল্টা পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বারইয়াহাট জেনারেল হাসপাতাল ও মস্তান নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় তবে কেউ নিহত হয়নি।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুফল চন্দ্র সিংহ বলেন, বাস দুর্ঘটনায় ২৫ জন যাত্রী আহত হয়েছে, আহতদের পরিচয় জানা যায়নি এবং দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।





রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
রাউজান যুবদলের নতুন কমিটি ঘোষণা
রাউজানে নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
ঈশান তালুকদার বাড়ী মহামুনি বৌদ্ধ বিহারে আচারিয পূজা, অষ্ট পরিস্কার ও সংঘদান অনুষ্টান অনুষ্ঠিত
মিরসরাইয়ে অবৈধ বালু মহালে যৌথ অভিযান
স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী