রবিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার
শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (২৮ ফেব্রুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৫৭মিঃ) আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন বান্দরবান পার্বত্য জেলার শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত হয়ে আলীকদম উপজেলাকে সম্মনের স্থানে আসিন করেছেন ৷ গত ২৫ ফেব্রুয়ারী, ২০১৬ বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলা, ২০১৬ এর ৩য় দিনে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত করা হয় ৷ এ অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, চট্টগ্রাম বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) দীপক চক্রবর্তী তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন ৷
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ ৷ কৃতিত্বপূর্ণ এ অর্জনের জন্য আলীকদমের স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারী কর্মচারীরা তাঁকে গতকাল রবিবার ফুলেল শুভেচ্ছা জানান ৷
ইউএনও মোঃ আল-আমিন ২০০৮ সালে ২৭ তম বি.সি.এস প্রশাসন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে সহকারী কমিশনার হিসেবে সরকারী চাকুরীতে যোগদান করেন ৷ চাকুরী জীবনে তিনি চট্টগ্রাম ও চাদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে, কক্সবাজারের চকরিয়ায় ও চাঁদপুর সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) এবং ফেনীতে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন ৷
২০১৫ সালের ৪ ফেব্রুয়ারী তিনি বান্দরবান জেলার আলীকদম উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন ৷ চাকুরীজীবনে তিনি একজন কর্মঠ ও সজ্জন সরকারী কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন ৷ স্থানীয় প্রশাসনকে তিনি গণমুখী হিসেবে গড়ে তুলছেন বলে এলাকাবাসী অভিমত ব্যক্ত করেছেন ৷





আত্রাইয়ে পাট চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছেন কৃষকরা
কাউখালীতে কৃষি অধিদপ্তরের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
কাউখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে আম বাগান হয়ে উঠেছে সম্ভাবনার নতুন দিগন্ত
বাগেরহাটে লবণাক্ত পতিত জমিতে মাঠজুড়ে সূর্যমূখীর হাঁসি ঝিলিক
আত্রাইয়ে বেড়েছে পেঁয়াজের বীজ চাষ
শরীরের জন্য পুষ্টি, তাপ ও শক্তি যোগাতে পুষ্টিকর খাবারে কোনো বিকল্প নেই : মনিরুজ্জামান খান
ফটিকছড়িতে বোরো চাষে নারী শ্রমিকরা
রাউজানে সরিষা ক্ষেতে হলুদের হাতছানি
সুরাইয়া বিলকিসের বিষমুক্ত ছাদ বাগান