শনিবার ● ২৪ এপ্রিল ২০২১
প্রথম পাতা » কক্সবাজার » রোহিঙ্গা ক্যাম্পে কিশোরের আঘাতে বৃদ্ধের মৃত্যু
রোহিঙ্গা ক্যাম্পে কিশোরের আঘাতে বৃদ্ধের মৃত্যু
 কক্সবাজার প্রতিনিধি :: কক্সবাজারের টেকনাফ জাদিমুড়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে কিশোর মো. জাবের (১৩) এর কিল ঘুষিতে বৃদ্ধ রোহিঙ্গা মাওলানা নুরুল হক (৫৫) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার ২৪ এপ্রিল দুপুর দেড়টার দিকে টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের এ/৩ ব্লকে এ ঘটনা ঘটে। ১৬ এপিবিএন পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করে জানান, জাদিমুরা ২৭ নম্বর ক্যাম্পের ব্লক এ/৩ এর অলি হোসেনের পুত্র মওলানা নুরুল হক মসজিদে জোহরের নামাজ আদায় করতে যাওয়ার সময় প্রতিবেশী রোহিঙ্গা আইয়ুব এর পুত্র মো. জাবের (এফসিএন নং ২৭৬৯০৫) বাড়ীর পাশে আমগাছের নিচে বসে মোবাইলে গান শুনতে দেখে জাবেরকে মাওলানা নুরুল হক ধমক দেন। তখন জাবের মওলানা নুরুল হককে এক টাকার মৌলভী বলে তাচ্ছিল্য করলে, মাওলানা নুরুল হক জাবেরের উপর ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে জাবেরকে নুরুল হক ধৃত করে। তখন উল্টো জাবের মাওলানা নুরুল হককে কিল ঘুষি মারলে নুরুল হক ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়ে। পরে নুরুল হককে টিডিসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নুরুল হক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করে। খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত রোহিঙ্গা জাবেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।

      
      
      



    চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে    
    কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি    
    ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা    
    ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই    
    চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান    
    টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু    
    মিয়ানমার ৩৩০ জন নাগরিককে হস্তান্তর করলো বিজিবি    
    ২২৯ মিয়ানমারের বিজিপি সদস্য বাংলাদেশে    
    নেপালে কুড়িয়ে পাওয়া ১ লক্ষ ডলার ফেরত দিলেন এক বাংলাদেশী    
    উখিয়ায় একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-৩