 
       
  বুধবার ● ২৬ মে ২০২১
প্রথম পাতা » খুলনা » বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজের ১২ নাবিককে উদ্ধার করেছে বিমান বাহিনী
বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজের ১২ নাবিককে উদ্ধার করেছে বিমান বাহিনী
 বঙ্গোপসাগরে ডুবে যাওয়া পাথরবোঝাই লাইটার জাহাজের ১২ নাবিককে উদ্ধার করেছে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার।
 বঙ্গোপসাগরে ডুবে যাওয়া পাথরবোঝাই লাইটার জাহাজের ১২ নাবিককে উদ্ধার করেছে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার।
আজ বুধবার ২৬ মে সাগরে কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পর এমভি সানভ্যালি-৪ নামের লাইটার জাহাজটি সন্ধান পায় বিমানবাহিনীর সদস্যরা। পরে সেখান থেকে ১২ নাবিককে উদ্ধার করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ড্যান্ট ক্যাপ্টেন আবু সালেহ মোহাম্মদ মান্নাফী।
১২ নাবিককে উদ্ধার করে প্রথমে বিমান বাহিনীর তত্ত্বাবধানে জহুরুল হক ঘাঁটিতে আনা হয়। এরপর সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসা শেষে তাদের জাহাজের মালিকের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে গত ২৫ মে রাতে এমভি সানভ্যালি-৪ লাইটার জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে ভাঙা পাথর নিয়ে ঢাকায় উদ্দেশ্যে রওনা করে। ঢাকা যাওয়ার পথে গভীর রাতে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ডুবে যায়।
উদ্ধার নাবিকরা জানিয়েছেন, উত্তাল ঢেউয়ের কারণে দুইটি হ্যাচ ভেঙে জাহাজটিতে পানি ঢুকে যায়। এরপর তলা ফেটে জাহাজটি ধীরে ধীরে ডুবতে থাকে। জাহাজটি যেখানে ডুবে যাচ্ছিল আমরা সেটি নিশ্চিত করে বলতে পারছিলাম না। যে কারণে এক পর্যায়ে আমরা বাঁচার আশায় ছেড়ে দিয়েছি। কিন্তু বিমানবাহিনীর দুটি হেলিকপ্টার অনেক কষ্ট করে আমাদের অবস্থান শনাক্ত করে। পরে তারা ঝুঁকি নিয়ে আমাদের উদ্ধার করে।
ক্যাপ্টেন আবু সালেহ মোহাম্মদ মান্নাফী সাংবাদিকদের বলেন, মঙ্গলবার বিকেলে জাহাজটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু রাত ১১টার দিকে সাগরে প্রবল ঢেউয়ের কবলে পড়ে জাহাজের বিভিন্ন অংশ ভেঙে যায়। এসময় জাহাজে থাকা নাবিকরা তাদের উদ্ধারে আকুতি জানান। এমন খবরে বুধবার সকালে উদ্ধার অভিযানে যায় বাংলাদেশ বিমান বাহিনীর দুইটি হেলিকপ্টার। এরপর কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে ১২ নাবিককে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, জাহাজ ডুবে যাওয়ার পর দীর্ঘ ১৪ ঘণ্টা নাবিকরা সাগরে ভাসছিল। তখন সাগরে ৬৫ থেকে ৭০ কিলোমিটার বেগে বাতাস প্রবহমান ছিল। যে কারণে আমাদের অনেক কিছু বিবেচনায় নিয়ে অভিযান পরিচালনা করতে হয়।

 
       
       
      



 পাকিস্তানের নির্বাচনে রাষ্ট্রীয় ত্রাসের বিরুদ্ধে অবদমিত মানুষের মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে : সাইফুল হক
    পাকিস্তানের নির্বাচনে রাষ্ট্রীয় ত্রাসের বিরুদ্ধে অবদমিত মানুষের মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে : সাইফুল হক     সরকার গণমাধ্যমকেও দমন করে বশে রাখতে চায় : সাইফুল হক
    সরকার গণমাধ্যমকেও দমন করে বশে রাখতে চায় : সাইফুল হক     আজ সেই ভয়াল ১৫ নভেম্বর  : সিডরের ১৫বছর
    আজ সেই ভয়াল ১৫ নভেম্বর  : সিডরের ১৫বছর     স্ত্রীকে চাঁদে জমি কিনে উপহার দিলেন সাংবাদিক স্বামী
    স্ত্রীকে চাঁদে জমি কিনে উপহার দিলেন সাংবাদিক স্বামী     খুলনায় সাম্প্রদায়িক হামলায় বাম গণতান্ত্রিক জোটের উদ্বেগ
    খুলনায় সাম্প্রদায়িক হামলায় বাম গণতান্ত্রিক জোটের উদ্বেগ     ১৬৩টি ইউপি নির্বাচন স্থগিত করেছে ইসি
    ১৬৩টি ইউপি নির্বাচন স্থগিত করেছে ইসি     জলবায়ু পরিবর্তনে দক্ষিণাঞ্চলের সামগ্রিক উন্নয়নে জাতীয় কমিশন গঠন করুন : সাইফুল হক
    জলবায়ু পরিবর্তনে দক্ষিণাঞ্চলের সামগ্রিক উন্নয়নে জাতীয় কমিশন গঠন করুন : সাইফুল হক     খুলনায় কোয়ারেন্টাইন সেন্টারে ভারতফেরত তরুণীকে ধর্ষণ
    খুলনায় কোয়ারেন্টাইন সেন্টারে ভারতফেরত তরুণীকে ধর্ষণ     সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
    সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি