শনিবার ● ১৭ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিসহ ৫৩ স্থানে বিএনপির করোনা হেলথ সেন্টার
রাঙামাটিসহ ৫৩ স্থানে বিএনপির করোনা হেলথ সেন্টার
![]()
![]()
ষ্টাফ রিপোর্টার :: সারাদেশে ৪৫টি জেলা করোনা হেলথ সেন্টার খুলেছে জাতীয়তাবাদী দল বিএনপি।
গতকাল শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপির করোনা ভাইরাস সংক্রমণ পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা দলের পক্ষ থেকে জনগণকে স্বাস্থ্যসেবা দেবো। আমরা প্রতিটা জেলায় দলের কার্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস অ্যাসোসিয়েশনের (ড্যাব) সহযোগিতায় করোনা হেল্প সেন্টার খুলেছি। এই পর্যন্ত আমরা ৪৫টি জেলায় সেন্টার খুলে ফেলেছি।
টুকু জানান, গতকাল ময়মনসিংহ উত্তর-দক্ষিণ, চট্টগ্রাম উত্তর-দক্ষিণ, ফরিদপুর, চাঁদপুর, কুমিল্লা, সুনামগঞ্জ, ঝালকাঠি, নরসিংদী, গোপালগঞ্জে হেল্প সেন্টারের উদ্বোধন করা হয়েছে। রাঙামাটিসহ সব মিলিয়ে আমাদের ৫৩টা হয়ে যাবে।
‘আশা করি যে, আগামী ঈদের আগেই বাকি জেলাগুলোতে শেষ করতে পারবো। দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আমরা জনগণের পাশে থাকবো।’
তিনি অভিযোগ করেন, গত ১৪ জুলাই বরগুনা হেল্প সেন্টার আমরা খুলেছিলাম। কিন্তু বৃহস্পতিবার পুলিশ গিয়ে আমাদের সেই কেন্দ্রটি বন্ধ করে দিয়েছে। বলেছে যে, বিএনপির সাহায্য সেবা লাগবে না।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জেলার হেল্প সেন্টারগুলো থেকে অ্যাম্বুলেন্স সেবা, অক্সিজেন বাসায় পৌঁছানোর ব্যবস্থাও থাকবে। বিভিন্ন অ্যাপসের মাধ্যমে জনগণ স্বাস্থ্য-চিকিৎসা সেবা, ঔষধ সরবারহসহ বিভিন্ন সেবা পাবেন।
এদিকে গত ১১ জুলাই থেকে রাঙামাটি জেলায় হেল্প সেন্টার চালু করা হয়েছে এ সেন্টারের মাধ্যমে করোনা সচেতনতা, অ্যাপসের মাধ্যমে ভেকসিন রেজিস্ট্রেশন এর সহায়তা, স্বাস্থ্য-চিকিৎসা সেবা প্রদান করছেন।
রাঙামাটি জেলায় হেল্প সেন্টারের উদ্বোধন করেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহ আলম। এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির, যুগ্ম সম্পাদক আলী বাবর, যুগ্ম সম্পাদক বাবুল আলী , অর্থ সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী, সহ-প্রচার সম্পাদক অলোক প্রিয় চৌধুরী (রিন্টু বড়ুয়া), জেলা মহিলা দলের সভানেত্রী মিনারা বেগম, সাধারণ সম্পাদক সাজেদা বেগম ও নগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম প্রমূখ উপস্থিত ছিলেন।





কাউখালীতে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন
ডিসেস্বর মাস পতাকা বিক্রির মৌসুম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
খাগড়াছড়ির দীঘিনালায় মহিলা জামায়াতের সমাবেশ
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি