বৃহস্পতিবার ● ৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাজস্থলীতে ৭২তম জন্ম বার্ষিকী উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ
রাজস্থলীতে ৭২তম জন্ম বার্ষিকী উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ
চাইথোয়াইমং মারমা, রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল এক নক্ষত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা হয়েছে।
শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।
উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেকের এর সভাপতিত্বে শুরুতে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, রাজস্থলী থানার ওসি মফজল আহমদ খান কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম, সাংবাদিক আজগর আলী খান ও ডাঃ রুইহলাঅং মারমা ।
পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনার আগে কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ কামালের স্মৃতি স্বরণে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।





রাউজানে আবারও হিন্দু সম্প্রদায়ের ঘরে আগুন
বেতবুনিয়ায় ইউএনডিপি এলভিএমএফের ২ দিনের ইয়ুথ ক্যাম্প সম্পন্ন
মিরসরাই আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন সংগ্রহ
রাঙামাটিতে দৈনিক ইত্তেফাক-এর ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা