বৃহস্পতিবার ● ৫ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাজস্থলীতে ৭২তম জন্ম বার্ষিকী উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ
রাজস্থলীতে ৭২তম জন্ম বার্ষিকী উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ
চাইথোয়াইমং মারমা, রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল এক নক্ষত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা হয়েছে।
শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।
উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেকের এর সভাপতিত্বে শুরুতে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, রাজস্থলী থানার ওসি মফজল আহমদ খান কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম, সাংবাদিক আজগর আলী খান ও ডাঃ রুইহলাঅং মারমা ।
পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনার আগে কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ কামালের স্মৃতি স্বরণে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন