বুধবার ● ১৮ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে অগ্নিকান্ডে তিন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
মিরসরাইয়ে অগ্নিকান্ডে তিন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে অগ্নিকান্ডে তিন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার (১৭ আগষ্ট) মধ্যে রাতে উপজেলার আবুরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে নগদ টাকাসহ প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।
ক্ষতিগ্রস্থরা হলেন, ভ্যারাটিজ ষ্টোরের মালিক কালা সওদাগর, ফার্মেসির মালিক আরিফ হোসেন এবং টেইলার্স দোকানের মালিক গোলাম হোসেন।
ক্ষতিগ্রস্ত ফার্মেসির মালিক মো. আরিফ জানান, দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। রাত আনুমানিক দুইটার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ছুটে যাই। আমার মনে হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। একে একে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। নগদ টাকা, ওষুধ, কাপড়, আটা, চাউল, ময়দাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। টেইলার্স দোকানের মালিক গোলাম হোসেন বলেন, রাত সাড়ে এগারোটার দিকে দোকান বন্ধ করে চলে যাই। রাত আনুমানিক দুইটার দিকে অগ্নিকাণ্ডের খবর শুনে দোকানে ছুটে গিয়ে দেখি সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জোরারগঞ্জ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাঈফ এর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিরসরাই স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, রাত দুইটার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই এবং ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। সময় মতো পৌঁছাতে না পারলে অন্য দোকানগুলো রক্ষা করা সম্ভব হতো না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে।





রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
পাচারকালে ১ হাজার ৯শত পিস ইয়াবাসহ মিরসরাইয়ে গ্রেফতার-২
রাঙ্গুনিয়ায় শ্রমিক নেতাকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
রাঙ্গুনিয়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ
প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁঞার বিরুদ্ধে ৩৬ লাখ টাকার আত্মসাতের অভিযোগ
মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্যসহ গ্রেপ্তার-৯
পদুয়ায় বনভূমি দখল নিয়ে দ্বন্দ্ব : প্রভাবশালীর চাঁদাবাজির অভিযোগ
চুয়েটে “ফায়ার ড্রিল এন্ড ইকিউ ড্রিল ফর টিচার্স, অফিসার্র এন্ড স্টাফ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত