শুক্রবার ● ২৭ আগস্ট ২০২১
প্রথম পাতা » ময়মনসিংহ » নিজের প্রবাসী ছেলেকে পিটিয়ে হত্যার মামলায় বাবা গ্রেফতার
নিজের প্রবাসী ছেলেকে পিটিয়ে হত্যার মামলায় বাবা গ্রেফতার
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের গফরগাঁও উপজেলাধীন পাগলা থানা এলাকায় নিজের প্রবাসী ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলায় বাবা ইসহাক ঢালী (৬০)কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দিনগত মধ্যরাতে গাজীপুর জেলার শ্রীপুর মাওনা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইসহাক ঢালী গফরগাঁও উপজেলাধীন পাগলা থানার চাকুয়া গ্রামের মৃত আব্দুল মজিদ ঢালীর ছেলে।
এর আগে বুধবার (২৫ আগস্ট) সকালে উপজেলার চাকুয়া গ্রামে শারফুল ঢালীকে পিটিয়ে গুরুতর আহত করে তার মা-বাবা ও ভাই। পরদিন বৃহস্পতিবার (২৬ আগষ্ট)সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আর ওই দিন রাতেই নিহতের ছোট বোন শেফালী আক্তার বাদী হয়ে মা-বাবা-ভাইকে আসামি করে পাগলা থানায় মামলা করেন। ওই দিনই নিহতের মা হোসনে আরাকে আটক করে পুলিশ।
পাগলা থানার ওসি মো. রাশেদুজ্জামান বলেন, ‘আসামী ইসহাক ঢালীকে গ্রেফতারের পর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার দিন নিহতের মা হোসনে আরাকে আটক করা হয়েছিল।’





মুসমানের সেকুলারিজম হওয়ার কোন সুযোগ নেই
ঈশ্বরগঞ্জে মাদক ও সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ গ্রেফতার-৬
ঈশ্বরগঞ্জে চা বিক্রেতাকে পিটিয়ে টাকা ছিনিয়ে নিল মাদকচক্র
ময়মনসিংহে আঞ্চলিক প্যান কমিটি গঠিত
ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-২
গৌরীপুরে অচল ১৮ লাখ টাকার পাবলিক টয়লেট
ঈশ্বরগঞ্জে ইজিবাইক চালক খুন
ঈশ্বরগঞ্জে দুই ভাইয়ের ৯ বছরেও জমি রেজিস্ট্রি হয়নি
ঈশ্বরগঞ্জে এক আলেমের দাড়ি ছেঁড়াকে কেন্দ্র করে বিক্ষোভ
ঈশ্বরগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ