রবিবার ● ২৯ আগস্ট ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে করোনা টিকা নিতে আসা মানুষের উপছে পড়া ভিড়
কাউখালীতে করোনা টিকা নিতে আসা মানুষের উপছে পড়া ভিড়
কাউখালী প্রতিনিধি :: রাঙামাটির কাউখালীতে করোনা ভাইরাসের প্রতিশোধক টিকা ১ম ডোজ ও ২য় ডোজ টিকা নিতে আসা কাউখালী উপজেলা স্বাস্থ্য বিভাগে আজ ২৯ আগস্ট রবিবার মানুষের উপছে পড়া ভিড় দেখা গেছে।
উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে, বেতবুনিয়া, ফটিকছড়ি, ঘাগড়া, কলমপতিসহ পার্ম্ববর্তী রাঙ্গুনিয়ার বগাবিলীসহ বিভিন্ন এলাকার বেশ কিছু এলাকার জণ সাধারন ১ম ডোজ ও ২য় ডোজ করোনা টিকা নেওয়ার জন্য আসেন।
এদের মধ্যে যুবক-যুবতী, বয়স্কসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকদের দেখা যায়। অনেকে টিকা নিতে এসে ফেরত যান কারন টিকার জন্য রেজিস্ট্রেশন করেছে কিন্তু মোবাইলে মেসেজ যায়নি, এ কারনে অনেকেই অনেক দুর দুরান্ত পাহাড়ী প্রত্যন্ত এলাকা থেকে এসেও টিকানা না নিয়ে ফেরত যেতে দেখা যায়।
অনেকেরই টিকার মেসেজ মোবাইলে না আসার কারনে ক্ষোভ নিয়ে চলে যেতে দেখা যায়। অনেকে টিকা মারতে পেরে খুশি হতে দেখা যায়।
এসময় টিকা নিতে বেতবুনিয়া হতে আসা সিএনজি চালক মো. রাশেদ, ঘাগড়া কলাবাগান থেকে আসা মো. জাফর আলম, ঘিলাছড়ি তালুকদার পাড়া থেকে আসাধন কুমার চাকমা, নাইল্যাছড়ি মাঝের পাড়ার অংসাচাজাই মারমা বলেন আমরা রেজিস্ট্রেশন করেছি এখন টিকা মারতে এসেছি কিন্তু হাসপাতাল আসছি এখন দেখি আমাদের মোবাইলে টিকার মেসেজ আসেনি তাই টিকা মারতে পারেনি বলে চলে যাচ্ছি। মোবাইলে মেসেজ আসলে তখন টিকা মারতে পারবো বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান।
অন্যদিকে কাউখালী উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য পরিদর্শক টিটু দেওয়ান বলেন, আজ রবিবার হাসপাতালে প্রায় ৫শতজন কে করোনা ১ম ডোজ ও ২য় ডোজ টিকা দেয়া হবে বলে তিনি জানান।
এ সময় করোনা টিকা দেয়ার কাজে সার্বক্ষনিক সহযোগিতা করছেন বাংলাদেশ যুব রেডক্রিসেন্ট সোসাইটি কাউখালী উপজেলা শাখার সদস্যারা।





মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন
চিৎমরম বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন
বেণুবন উওমানন্দ ধর্মবন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা
বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন