সোমবার ● ৭ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙ্গুনিয়াতে যৌথ বাহিনীর অভিযানে ইউপিডিএফ এর ১ সদস্য আটক
রাঙ্গুনিয়াতে যৌথ বাহিনীর অভিযানে ইউপিডিএফ এর ১ সদস্য আটক
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটির কাউখালী উপজেলার পাশ্ববর্তী চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইসলামপুর রইশ্যাবিলী এলাকা থেকে গতকাল রবিবার ভোররাত্রি চাদাঁবাজির অভিযোগে ইউপিডিএফ এর সদস্যকে ঘাগড়া ক্যাম্পের সেনাবাহিনী ও রাঙ্গুনিয়া থানার পুলিশ আটক করেন।
সেনা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি রিজিয়নের ঘাগড়া ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে কাউখালী উপজেলার পাশ্ববর্তী চট্টগ্রামের রাঙ্গনিয়ার ইসলামপুর উত্তর ঘাগড়া (রইশ্যাবিলি) চায়ের দোকান থেকে জ্বালানী ও সেগুন কাঠের গাড়ি থেকে আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর নামে চাদা আদায় কালে রাজ্যমনি তঞ্চঙ্গ্যা (৫৪)কে আটক করা হয়।
তার কাছ থেকে ১টি দেশীয় তৈরী শর্টগান, ১টি রামদা, ১টি মোবাইল ফোন, চাদা আদায়ের রশিদ বই, ২টি ব্যাগ, নগদ ৫ হাজার ৮শত ২৫ টাকা, জাতীয় পরিচয়পত্র, ১৬ ব্যাক্তির ভোটার আইডি কার্ডের ফটোকপিসহ বেশ কিছু গুরুত্বপুর্ণ নথিপত্র পাওয়া যায়।
আটকের পর রাজ্যমনি তঞ্চঙ্গ্যাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে সৌপর্দ করা হয়।
তার বিরুদ্বে রাঙ্গুনিয়া থানায় ১টি মামলা রুজু করা হয়েছে বলে তথ্যটি নিশ্চিত করেন রাঙ্গুনিয়া থানার এসআই মো. রবিউল ইসলাম।





বনরূপা ব্যবসায়ী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
কাপ্তাইয়ে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট রাঙামাটি পৌরসভার ০৮ নং ওয়ার্ড কমিটি পূর্ণগঠন
রাজাভুবন বিদ্যালয় পরিদর্শনে হুমাম কাদের চৌধুরী
মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
বেতবুনিয়া সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু