বৃহস্পতিবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ঝালকাঠি » চেয়ারম্যানের বিচারের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল
চেয়ারম্যানের বিচারের দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল
গাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি:: ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাচ্চুর নারী ধর্ষণের বিচারের দাবিতে কুলকাঠি ইউনিয়নের নারী-পুরুষ একত্রিত হয়ে বৃহস্পতিবার সকাল ১১টায় কুলকাঠি ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী । এলাকাবাসী বলেন ধর্ষক চেয়ারম্যানের পদ থেকে বহিষ্কার এবং অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জানাই পাশাপাশি ধর্ষক চেয়ারম্যান আখতারুজ্জামান বাচ্চুর ফাঁসি চাই। মানববন্ধনে এলাকার প্রায় ৫ শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।
চেয়ারমান আক্তারুজ্জামান বাচ্চুর বিরুদ্ধে ধর্ষণের মামলা হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে আছেন মোবাইল ফোনও বন্ধ রয়েছে তার বক্তব্য পাওয়াযায়নি।
উল্লেখ্য বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্কের অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চুর নামে গত ১০ই ফেব্রুয়ারি খিলগাঁও থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে এক ভুক্তভোগী নারী। গত১০ই বৃহস্পতিবার বাচ্চুসহ ওই কাজে সহযোগিতা করায় আরেক নারীকে আসামি করে মামলা দায়ের করেন ওই ভুক্তভোগী।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৭-৮ মাস আগে বাচ্চুর সঙ্গে ওই নারীর মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। পরিচয় সূত্রে ওই নারীকে ঢাকায় চাকরি দেবে এবং বিয়ে করবে বলে গত বছরের ১৩ ডিসেম্বর দক্ষিণ বনশ্রীর একটি বাসায় ঢাকায় নিয়ে আসেন। ওইদিন তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেন। সর্বশেষ গত ৬ জানুয়ারি রাত ১০টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে মামলার ২নং আসামির দক্ষিণ বনশ্রীর বর্তমান বাসায় নিয়ে আসেন।
চেয়ারমান আক্তারুজ্জামান বাচ্চুকে ধর্ষণে সহযোগিতা করায় মোর্শেদা নামের এখ নারীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯ (১)/৩০ ধারায় মামলা হয়েছে।
এ ঘটনায় মামলার ২নং আসামী মোরশেদা কে ১১ই ফেব্রুয়ারি শুক্রবার সকালে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।
ঝালকাঠিতে স্বামীর বদলে পরীক্ষা দিতে এসে স্ত্রী কারাগারে
ঝালকাঠি :: ঝালকাঠিতে স্বামীর বদলে অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজী পরীক্ষায় প্রক্সি দেয়ার অপরাধে স্ত্রী কলেজ ছাত্রী মারিয়া রহমানকে ১বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের এনডিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী ভ্রাম্যমাণ আদালতে এ দন্ডাআদেশ প্রদান করেন।
ম্যাজিস্ট্রেট বশির গাজী জানান, ঝালকাঠি সরকারি মহিলা কলেজ কেন্দ্রের চলমান অনার্স ২য় বর্ষের ইংরেজি পরীক্ষায় অংশ গ্রহণ করেন ঝালকাঠি সরকারি কলেজের ছাত্র মতিয়ার রহমানের বদলে তার স্ত্রী বরিশাল সরকারি মহিলা কলেজের ছাত্রী মারিয়া রহমান প্রক্সি পরীক্ষা দিচ্ছেলেন।
এ বিষয়টি ঝালকাঠি সরকারি মহিলা কলেজ কেন্দ্রের পরিদর্শকদের নজরে আসলে তারা বিষয়টি প্রশাসনকে অবহিত করলে এনডিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী বিষয়টির সত্যতা পেয়ে সেই ছাত্রীকে আটক করে।
ভ্রাম্যমাণ আদালত প্রক্সি দেয়ার অপরাধে মারিয়া রহমানকে এক বছরের কারাদ- দেয়া হয়।
দন্ডাদেশ প্রাপ্ত মারিয়ার স্বামী মতিয়ার রহমান ঝালকাঠি সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও শহরের নেছারাবাদ এলাকার বাসিন্দা।
এঘটনায় দন্ডিতার স্বামী মতিয়ার রহমানের বিরুদ্ধে ঝালকাঠি সরকারি কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলেও জানা গেছে।





ঝালকাঠিতে জীবন সংকটে প্রতিবন্ধী রিমন
ঝালকাঠিতে ওসমান হাদীকে গুলির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
ঝালকাঠিতে অবহেলায় দিন কাটছে ৭৫ বছরের সেকেন্দার আলী
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ঝালকাঠিতে ৫টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে শের-ই বাংলা ফজলুল হক কলেজ চ্যাম্পিয়ন
ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু
ঝালকাঠির নেছারাবাদে সাংবাদিক লাঞ্ছনার তীব্র নিন্দা
জোড়াতালিতে দাঁড়িয়ে আছে ঝালকাঠির বাসন্ডা সেতু
রাজাপুরে ছাত্রলীগ সভাপতির ঘরে আগুন