বৃহস্পতিবার ● ৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » গুনীজন » লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস এর ২০তম মৃত্যুবার্ষিকী পালিত
লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস এর ২০তম মৃত্যুবার্ষিকী পালিত
 একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার ৫ এপ্রিল বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী শিল্পীর বাস্তভিটায় ভাস্কর্য চত্বরে তাঁর স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যাগে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল ঢোলবাদন, সঙ্গীত, আবৃত্তি ও আলোচনা সভা। এবং বিকাল চারটায়
বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে পুষ্পমাল্য ও শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আলোচনা সভায় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পরিচালক ও সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব জলদাস এর উপস্থাপনায় সভাপতিত্ব করেন শিল্পীগোষ্ঠীর সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রণব রাজ বড়ুয়া, উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্পী পুত্র আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী শ্রী বাবুল জলদাস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভার প্যানেল মেয়র ও কমিশনার শেখ মোঃ আরিফ উদ্দিন জুয়েল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক বাণীব্রত চৌধুরী বড়ুয়া, শিক্ষক মৃদুল কান্তি বড়ুয়া, অর্ধেন্দু বড়ুয়া, সমাজসেবক জেশু বড়ুয়া চৌধুরী, লিটন শীল।
এতে বক্তব্য রাখেন শিল্পী বিধান দাস, বকুল বড়ুয়া, দোলন জলদাশ, আশুতোষ দাশ, মোঃ এসকান্দর, কালীপদ দাস, নীলা দাস (মণি), রত্না নাথ (জয়া), অর্পিতা ঘোষ, শিমু দাস, অনিক দাস, রাধিকা দাস, মোঃ বেলাল হোসেন, শয়ন দাস প্রমুখ।

      
      
      



    বদরুদ্দীন উমর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক    
    ভানু বড়ুয়ার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের শোক    
    ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা    
    সন্ত্রাসীদের দমনে বিলাইছড়িতে সেনা অভিযান    
    মানুষের  অধিকার আর মুক্তির গণবিপ্লবের মাঝেই এই গুণী শিল্পী বেঁচে থাকবেন : সাইফুল হক    
    গণসংগীত শিল্পী  এপোলো জামালী আর নেই : বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক    
    সাংবাদিক মকছুদ আহমেদের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক    
    পাহাড়ের বর্ষীয়ান সাংবাদিক একেএম মকছুদ আহমেদ আর নেই    
    ওস্তাদ নীরদ বরণ বড়ুয়ার একুশে পদক লাভ    
    রাউজানে বিএনপির নেতার পিতার মৃত্যু