শনিবার ● ৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » ঢাকা বিভাগ » ২০ রোজার মধ্যে গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন সেকটরের শ্রমিকদের উৎসব বোনাসসহ বেতন ভাতা পরিশোধের আহবান
২০ রোজার মধ্যে গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন সেকটরের শ্রমিকদের উৎসব বোনাসসহ বেতন ভাতা পরিশোধের আহবান
নারায়ণগঞ্জ :: নারায়ণগঞ্জে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির বর্ধিত সভায় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি কথা বলে দেশে বাজার নিয়ন্ত্রণে সরকারের সীমাহীন ব্যর্থতা আড়াল করা যাবেনা।তিনি বলেন, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে কয়েকটি খাদ্যপণ্যের যেটুকু দাম বেড়েছে দেশের বাজার সিন্ডিকেট তার তুলনায় দাম বাড়িয়েছে অনেক বেশী। এরা বল্গাহীনভাবে দাম বৃদ্ধি নিয়ে যা খুশী তাই করে চলেছে।মুনাফাখোর এই সিন্ডিকেট ব্যবসায়ী চক্রের উপর সরকারের কোন নিয়ন্ত্রণ নেই।এই মুনাফাখোর বাজার সিন্ডিকেট ও সরকারি নানা প্রতিষ্ঠানের অশুভ আঁতাতের কারণে বাজারে নৈরাজ্য চলছে।
তিনি বলেন, বাজারের এই নৈরাজ্যের সাথে যুক্ত হয়েছে গ্যাস ও পানির বহুমুখী সংকট। তিনি বাজারে দূর্মূল্যের বাজারে মানুষের প্রকৃত আয় কমে যাওয়ায় জনগণের এক বিরাট অংশের খ্যদ্যগ্রহন কমে গেছে।
তিনি বলেন দ্রব্যমূল্যে নাভিশ্বাস উঠা মানুষকে মন্ত্রীরা যখন বলেন তাদের আয় তিনগুণ বেড়েছে তখন তা নির্মম রসিকতায় পর্যবসিত হয়।ক্ষমতায় থাকতে এখন আর মানুষের সমর্থনের প্রয়োজন না থাকায় সরকার এখন দেশকে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিয়েছে।
তিনি বলেন,দেশ পরিচালনায় ব্যর্থ জনম্যান্ডেটবিহীন এই সরকারকে বিদায় দেওয়া ছাড়া খাদ্যের অধিকার - ভোটের অধিকার কিছুই অর্জন করা যাবেনা।তিনি অধিকার ও মুক্তি অর্জনে, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে জনগণের ঐক্যবদ্ধ সংগ্রাম জোরদার করার আহবান জানান।
নারায়ণগঞ্জে পার্টির অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির জেলা কমিটির সভাপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টি জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, জেলা কমিটির সদস্য শহীদুল আলম নান্নু, রাশিদা বেগম, সাইফুল ইসলাম, শেখ মো. শিমুল, রোকসানা আকতার, আইয়ুব আলী, মো. মোক্তার, সাইফুল সরকার ও হেলিম সরদার, প্রমুখ।
সভায় গৃহীত এক প্রস্তাবে আগামী ২০ রোজার মধ্যে গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন সেকটরের শ্রমিকদের উৎসব বোনাসসহ বকেয়া বেতন ভাতা পরিশোধ করার জন্য মালিক ও সরকারের প্রতি আহবান জানানো হয়েছে।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন
বাজুস এর নতুন সহ-সভাপতি হলেন ইকবাল হোসেন চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন
ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেলের প্রাপ্যতা নিশ্চিতের তাগিদ
ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনকে কোনভাবে ঝুঁকিতে নিক্ষেপ করা যাবেনা
চিকিৎসাহীনতার কারণেই মৃত্যু হয়েছে জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের : আবু হাসান টিপু
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাফল্য আশাব্যঞ্জক, তবে যথেষ্ট নয়