মঙ্গলবার ● ১২ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নদীতে ফুল ভাসিয়ে চাকমা-তঞ্চঙ্গ্যার ফুলবিজু ও বিষু উৎসব শুরু
নদীতে ফুল ভাসিয়ে চাকমা-তঞ্চঙ্গ্যার ফুলবিজু ও বিষু উৎসব শুরু
মোহাম্মদ আবদুর রহিম,বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে সকল সম্প্রদায়ের মঙ্গল কামনায় সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ফুল বিজু ও বিষু উৎসব শুরু হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে বান্দরবান রোয়াংছড়ি স্টেশন এলাকার সাঙ্গু নদীর ঘাটে ‘রান্যাফুল সোসিয়াল এন্ড কালচারাল সোসাইটির’ উদ্যোগে একদল তরুন তরুনী নদীতে ফুল ভাসিয়ে ফুল বিজু ও বিষু পালনের মাধ্যমে সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানানো হয়।
এসময় চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়েরর শিশু-কিশোর, তরুণ-তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে পানিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে বর্ষবরণের আয়োজন শুরু করে। পাশাপাশি এই দুই সম্প্রদায় গঙ্গাদেবীর মঙ্গল কামনা ও পুরানো বছরের সব দুঃখ, গ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে স্বাগত জানায়।
উৎসবে আগত তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের তরুণ-তরুনীরা জানান, সকলে যেন সুখে শান্তিতে থাকে এজন্য আমরা নদীতে ফুল ভাসিয়ে থাকি। এদিনটা আমাদের জন্য খুবই খুশি ও আনন্দের দিন। গত দু বছর আমরা করোনা মহামারীর কারণে ফুল ভাসাতে পারিনি তাই এবারে আমরা এ ফুল বিজু পালন করতে পেরে আরো বেশি খুশি লাগছে।
উৎসব আয়োজক সদস্যরা জানান, তিনদিন ব্যাপী বিজু উৎসব পালনের প্রস্তুতি আছে আজ হচ্ছে প্রথমদিন এবং প্রতিদিন নানা উৎসব পালন করা হবে।





কাউখালীতে তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা
ইগনাইট মিরসরাই’র নতুন কমিটি গঠন
বিশ্বব্যাপী প্রযুক্তির অগ্রযাত্রায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে : চুয়েট ভিসি
রাঙামাটির ঘাগড়ায় সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি এলাকাবাসীর
মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি জেলা পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতি