শনিবার ● ১১ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কুঁড়েঘরের স্মারক গ্রন্থের প্রকাশনা
কুঁড়েঘরের স্মারক গ্রন্থের প্রকাশনা
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে স্বেচ্ছাসেবী সংগঠন কুঁড়েঘর বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রয়াস নামের স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নোয়াপাড়া পথেরহাটের একটি রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। শুরুতে অতিথিবৃন্দ প্রয়াস নামের একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। এরপর সংগঠনের সমন্বয়ক কাজী কায়েছ উদ্দিনের সভাপতিত্বে আবার মাহতাব এবং আনিসুল মোস্তাফার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন হিজরী নববর্ষ উদযাপন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ গোলামুর রহমান আশরাফ শাহ। প্রধান আলোচক ছিলেন লেখক অধ্যাপক মাসুম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ মুজিবুর রহমান, রাউজান সাহিত্য পরিষদের সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন ইমন, প্রথম আলোর রাউজান প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দিন, মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড চট্টগ্রাম উত্তরজেলা শাখার সভাপতি এস এম সানা উল্লাহ, মুহাম্মদ আবদুছ ছাত্তার। বক্তব্য দেন আবদুর রৌফ আরিফ, আজিজুর রহমান, রাসেল উদ্দিন মিরাজ, রাহুল দে, নাছরিন আকতার জুলি, সালমা আকতার, উর্মিতা খানম, তাছনিয়া আকতার রনি, জান্নাতুল মাওয়া, মিনহাজুুর রহমান প্রমূখ। এতে বক্তারা বলেন, বতর্মান তরুণ প্রজন্ম নানাভাবে পথভ্রষ্ট হচ্ছে। কুঁড়েঘরের সদস্যরা তরুণদের আলোর পথে আনতে প্রশংসনীয় কাজ করছে। তাঁরা পাঠশালা, রক্তদান, শিক্ষা সহায়তা, পথশিশুদের উন্নয়নের জনকল্যাণ মুলক কাজ করে চলেছেন দেশের অগ্রগতিতে অবদান রাখছে।





ঈশান তালুকদার বাড়ী মহামুনি বৌদ্ধ বিহারে আচারিয পূজা, অষ্ট পরিস্কার ও সংঘদান অনুষ্টান অনুষ্ঠিত
মিরসরাইয়ে অবৈধ বালু মহালে যৌথ অভিযান
স্কাউট জাম্বুরী’তে যোগ দিতে ফিলিপাইন গমন করলো মিরসরাইয়ের রাহিম
মিরসরাইয়ে ভাষা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে ৬৩৩ জন শিক্ষার্থী
ভবিষ্যৎ উন্নয়ন যাত্রায় কম্পিউটার ইঞ্জিনিয়াররাই হবে অন্যতম শক্তি : চুয়েট ভিসি
ইন্টারন্যাসনাল পীস চট্টগ্রাম শাখার আয়োজনে বিশ্ব মানবধিকার দিবস পালন
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
মিরসরাই কলেজে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত