সোমবার ● ৫ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির মাসিক সভা
রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির মাসিক সভা

ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন,পার্বত্য চুক্তি বাস্তবায়নে সবাইকে আন্তরিক হতে হবে ৷ চুক্তি মোতাবেক পার্বত্য জেলা পরিষদগুলোতে বিভিন্ন বিভাগ হস্তান্তর হওয়ার পরও পরিচালনা করছেন অন্য বিভাগ এটি খুবই দুঃখজনক বিষয় ৷ তিনি বলেন, চুক্তি অনুযায়ী সম্প্রতি পর্যটন বিভাগ পার্বত্য জেলা পরিষদে হস্তান্তর হলেও পর্যটন দিবস পালনে মন্ত্রণালয় থেকে পত্র প্রেরণ করা হচ্ছে অন্য প্রশাসনে ৷ এতে চুক্তি বাস্তবায়নে বিঘি্নত করছে ৷ তিনি এ বিষয়গুলো দ্রুত সমাধানের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ৷৫অক্টোবর সোমবার সকালে জেলা পরিষদ সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান একথা বলেন ৷রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে ডিডিএলজি (উপ-সচিব) মোঃ মাজেদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান’সহ জেলার বিভিন্ন বিভাগীয় প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিক উপস্থিত ছিলেন ৷সভায় ডিডিএলজি (উপ-সচিব) বলেন, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তথ্যচিত্রের মাধ্যমে উপস্থাপনের জন্য সারা দেশের ন্যায় রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে গতমাসে ৩দিনব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে ৷ তিনি বলেন, সম্প্রতি নারীদের উন্নয়নে উপজেলা ভিত্তিক নারী উন্নয়ন ফোরাম গঠন করা হচ্ছে ৷ এটির মাধ্যমে তৃণমূল পর্যায়ের নারীদের সার্বিক উন্নয়নে এই ফোরাম অবদান রাখবে ৷ তিনি বলেন, কাপ্তাই লেকটিকে ঘিরে এখানকার জনগণের অনেক কিছু জড়িত ৷ কিন্তু লেকে কচুরীপানার সমস্যায় যোগাযোগ ব্যাহত হচ্ছে, অর্থনৈতিক কর্মকান্ড স্থবির হয়ে পড়ছে এবং চিকিত্সা সেবা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে ৷ কচুরীপানা অপসারণ করে মানুষের সহজ যাতায়াত নিশ্চিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে প্রকল্প গ্রহণ করা যেতে পারে বলে মত প্রকাশ করেন তিনি ৷
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, প্রশাসনের পাশাপাশি জনগণের আনত্মরিক সহযোগিতায় ঈদুল আযহা ও কোরবানীতে জেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং চলতি মাসে হিন্দুধর্মালম্বীদের দূর্গাপুজায় পূর্বের ন্যায় জনগণের সহযোগিতা কামনা করেন ৷
রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি জানান, সড়ক ও জনপথের জায়গাগুলো অবৈধ দখলবাজদের দখলে চলে যাচ্ছে ৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি উচ্ছেদের বিষয়েও চেয়ারম্যান ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি ৷
মত্স্য বিভাগের কর্মকর্তা জানান, ৩মাস বন্ধ থাকার পর গত ২১ আগস্ট থেকে কাপ্তাই লেকে মত্স্য আহরণ শুরু হয়েছে ও মত্স্য অবতরণ হচ্ছে এবং রাজস্ব আদায়ও সঠিকভাবে চলছে ৷
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, শহরের উন্নয়ন বোর্ডের পাশের রাস্তাটি সংস্কারের জন্য দেখতে গেলে দেখা যায় সেখানে মাটির নীচে ব্যাঙের ছাতার মতো ছোট-বড় অসংখ্য পানির পাইপ রয়েছে ৷ অনেক সময় পানির পাইপ লাইন লিকেজ হওয়াতে বৃষ্টির চাইতেও এ সমস্ত লিকেজ রাস্তা ভাঙ্গনের কারণ মূল কারণ বলে তিনি দাবী করেন ৷ তিনি বলেন, এসব বৈধ ও অবৈধ লাইন শীঘ্রই অপসারণ বা মেরামত না করা হলে রাস্তাটি রক্ষা করা সম্ভব হবেনা ৷
হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক থোয়াই অং মারমা জানান, বর্তমানে কাপ্তাই লেকে প্রচুর পরিমানে কচুরীপানা হওয়াতে বিভিন্ন জায়গায় জনগণের আসা যাওয়া করতে অসুবিধা হচ্ছে৷ বিশেষ করে রোগীদের হাসপাতালে যেতে ও ব্যবসায়ীদের গন্তব্য স্থানে যেতে অসুবিধা হচ্ছে ৷ এ বিষয়ে তিনি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন ৷
উত্তর, দক্ষিণ, ঝুম, ইউএসএফ ও পাল্পউড বন বিভাগের কর্তকর্তারা জানান, চারা রোপন, উত্তোলন ও বিক্রয় ও বিতরণ কাজ স্বাভাবিকভাবে চলছে ৷
বিটিসিএল এর বিভাগীয় প্রকৌশলী বলেন, জেলা সদরে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই অপটিক্যাল ফাইবার লাইন স্থাপনের কাজ সম্পন্ন হবে ৷
বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক জানান, গত আগস্ট মাস হতে বেলা ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সম্প্রচার কার্যক্রম চলছে ৷ এছাড়া ১অক্টোবর থেকে ত্রিপুরা ভাষায় সংবাদ সম্প্রচার করা হচ্ছে ৷
ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক বলেন, জেলার বাঘাইছড়ি, রাজস্থলী, নানিয়ারচর ও লংগদুতে ফায়ার স্টেশন নির্মাণ কাজ দ্রুত শুরু হবে ৷ এছাড়া রিভারইন ফায়ার স্টেশনের জন্য বর্তমানে জেলা সদরের ফায়ার স্টেশনের নদীঘাটেই একটি লঞ্চের মাধ্যমে কার্যক্রম শুরু করা হবে ৷
আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট বলেন, বর্তমানে সেলাই, মোটর ড্রাইভিং ও গার্মেন্টসে উপর প্রশিক্ষণ চলছে ৷
পিটিআই এর সুপার জানান, বার বার পৌর কর্তৃপক্ষকে অবগত করার পরও পিটিআই এর রাস্তা ও ষ্ট্রিট লাইটের বিষয়ে এখনো কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি ৷ এ বিষয়ে তিনি পরিষদকে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান ৷
জেলা শিশু একাডেমীর প্রতিনিধি বলেন, আগামী ১১থেকে ১৩অক্টোবর শিশু দিবস উপলক্ষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ৷
বাংলাদেশ রেড ক্রিসেন্ট এর প্রতিনিথি জানান, সম্প্রতি সহশিক্ষা কার্যক্রম জেলার ৯টি উপজেলায় সম্পন্ন করা হয়েছে ৷ এছাড়া অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে ৷
জেলা মার্কেটিং কর্মকর্তা জানান, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা ও বাজার মনিটরিং চলছে ৷ এছাড়া গত কয়েক মাসে প্রচুর বৃষ্টিপাত হওয়াতে সবজির দাম একটু বৃদ্ধি পেয়েছে ৷
কাপ্তাই হ্রদে সৃষ্ট কচুরীপানা যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে চেয়ারম্যান নির্দেশ দেন এবং কাপ্তাই হ্রদে অবৈধভাবে মত্স্য শিকারের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশাসনের সহযোগিতা নিয়ে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি উন্নয়ন সভায় সকল কর্মকর্তাদের উপস্থিত থাকারও আহ্বান জানান চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ৷
তিনি বলেন, এ জেলার উন্নয়নে আমাদের প্রত্যেকটি বিভাগ একে অন্যের হয়ে সহযোগিতা করতে হবে ৷ উন্নয়নের মনোভাব নিয়ে কাজ করলে এ জেলা একদিন দেশের একটি মডেল জেলা হিসেবে পরিচিত লাভ করবে ৷ আপলোড :৫ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় সন্ধ্যা ৭.১২মিঃ





রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা
দলীয় মনোনয়ন হাতে পেলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা
জেসিএক্স এর তিনদিন ব্যাপী আবাসন মেলা শুরু
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের মূখপাত্র নির্মল বড়ুয়া মিলনের জন্মদিনে বড়ুয়া নেতৃবৃন্দের শুভেচ্ছা
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিস্থলে বিজিবির শ্রদ্ধা
রাঙামাটিতে মহান বিজয় দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত