বৃহস্পতিবার ● ২৮ জুলাই ২০২২
প্রথম পাতা » খেলা » ট্রাইপেকারে চান্দা পাড়া বিদ্যালয়কে ১-২ গোলে হারিয়ে ঘোনা চিত্ররথ চাকমা বিদ্যালয় চাম্পিয়ন
ট্রাইপেকারে চান্দা পাড়া বিদ্যালয়কে ১-২ গোলে হারিয়ে ঘোনা চিত্ররথ চাকমা বিদ্যালয় চাম্পিয়ন
![]()
 রুমা ( বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের রুমায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বালিকাদের ফুটবল প্রতিযোগিতা ফাইনাল খেলায় ট্রাইপেকারে চান্দা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-২ গোলে হারিয়ে চাম্পিয়ন হয়েছে ঘোনা চিত্ররথ চাকমা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল।
অন্যদিকে ঘোনা পাড়া চিত্ররথ চাকমা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-৩গোলে হারিয়ে চান্দা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল।
গত ২৪ জুলাই বিকাল ৩টায় রুমা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ‘ শান্তির জন্য ক্রীড়া’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বেসরকারি সংস্থা গ্রাউসের প্রতিযোগিতায় ফুটবল খেলাটি আয়োজন করে রুমার স্থানীয় সেচ্ছাসেবী মধ্যস্থতাকারি ফোরাম (এলভিএমএফ)। ফাইনাল খেলায় মাঠে প্রথম ও দ্বিতীয়মার্ধে খেলা উভয় দলের ফলাফল সমান হওয়ায় ট্রাইপেকারে চান্দা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-২ গোলে হারিয়ে চাম্পিয়ন হয় চিত্ররথ সরকারি বিদ্যালয় বালিকা দল।
পরে একই দুইটি বিদ্যালয়ের বালক দলের মধ্যে অনুষ্ঠিত হয় ফুটবল প্রতিযোগিতা। এতে চিত্ররথ চাকমা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-৩ গোলে হারিয়ে চাম্পিয়ন হয়েছে চান্দা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল। খেলা শেষে উভয় দলের মাঝে চাম্পিয়ন ও রানার্স ট্রপিসহ নগদ অর্থ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভুমি) মোহাম্মদ দিদারুল আলম। তিনি বলেন শিক্ষার্থিদের পড়ালেখায় যেমন মনমানসিকতা উন্নত করে, ঠিক তেমনি খেলাধুলায় শিক্ষার্থিদের শারারিকভাবে উন্নয়ন হয় ঘটে। তবে ভবিষ্যতে নতুন প্রজন্মে আসা শিক্ষার্থিদের উৎসাহিত করে সুযোগ দেয়ার জন্য এসব প্রাথমিক শিক্ষার্থিদের খেলায় হাইস্কুলে শিক্ষার্থিরা না খেলে, সেদিকে খেয়াল রাখতে সংশ্লিষ্ট সবার অনুরোধ করেন প্রধান অতিথি দিদারুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জিংএংময় বম, এলভিএমএফের সভাপতি পালিয়ান বম, রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, গ্রাউসের মনিটরিং ও প্রশিক্ষণ কর্মকর্তা রামখমলিয়ান বম (পাখম), এলভিএমএফের যুগ্ম সম্পাদক রেমএংময় বম ও পনলাল চক্রবর্তী।
সভাপতিত্ব করেন খেলা পরিচালনা কমিটি সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আবু সিদ্দিক।
খেলা পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক শৈহ্লাচিং মারমা বলেন রুমার চারটি ইউনিয়নের আটটি প্রাথমিক বিদ্যালয় থেকে বালক ও বালিকা আলাদা দুই দল করে মোট ১৬টি দল অংশ গ্রহন করেছে। গত ১৯ জুলাই এ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছিল।
এদিকে গ্রাউসের মনিটরিং কর্মকর্তা পাখম বম বলেন শান্তির জন্য ক্রীড়া’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক সংগঠন এলভিএমএফের পরিচালনায় খেলাটি আয়োজন করা হয়েছে। এ খেলায় অংশগ্রহণকারী প্রতিটি ম্যাচে ১৬টি দলকে প্রতি ম্যাচে সার্বিক বিবেচনায় তিন হাজার টাকা করে দেয়া হয়েছে।

      
      
      



    রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত    
    তায়কোয়ানডো এডহক কমিটিতে বিতর্কিত ব্যক্তি জনি    
    রাঙামাটি সরকারি কলেজ মহিলা কাবাডি দলকে সংবর্ধনা    
    রাঙামাটিতে জমকালো আয়োজনে শুরু হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট    
    কাপ্তাইয়ে কাদেরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী    
    মিরসরাইয়ে টি-১০ লং পিচ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ব্রাদার্স এলিভেন    
    রাঙামাটিতে তারুন্যের উৎসব মিনি মেরাথন এর চুড়ান্ত ফলাফল    
    খেলাধুলার পাশাপাশি রাবিপ্রবিকে উচ্চতর শিখরে তোলার জন্য তোমাদের অনেক দায়িত্ব রয়েছে : ভিসি প্রফেসর ড. আতিয়ার রহমান    
    চ্যাম্পিয়ন জেলা কাবাডি দলকে সংবর্ধনা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন    
    সুস্থ বিনোদনের জন্য খেলাধুলার বিকল্প নেই : রাবিপ্রবি ভিসি