বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » পুলিশের গুলিতে রহিম নিহতের ঘটনায় ঝিনাইদহে যুবদলের বিক্ষোভ
পুলিশের গুলিতে রহিম নিহতের ঘটনায় ঝিনাইদহে যুবদলের বিক্ষোভ
ঝিনাইদহ প্রতিনিধি :: ভোলায় পুলিশের গুলিতে আব্দুর রহিম নিহতের ঘটনায় ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। বুধবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে দলটির জেলা শাখার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, ভোলায় গুলিতে নিহত আব্দুর রহিমের হত্যাকারীকে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান। সেই সাথে সরকার পতনের আন্দোলনে সকলকে যোগ দেওয়ার আহ্বান জানান।
ঝিনাইদহ পুলিশ সুপার হিসেবে আশিকুর রহমানের যোগদান
ঝিনাইদহ :: ঝিনাইদহের পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আশিকুর রহমান, (বিপিএম, পিপিএম বার)। তিনি মুনতাসিরুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। বিসিএস ২৪তম ব্যাচের এই পুলিশ কর্মকর্তা এর আগে তিনি ডিএমপিতে উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
একজন সরকারী কর্মকর্তা ঠিকাদারী করতে পারেন কিনা এ নিয়েও প্রশ্ন উঠেছে
ঝিনাইদহ :: ঝিনাইদহ জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক (এডি) আব্দুল্লাহ আল সামী নিজেই ঠিকাদার। অফিসের বিভিন্ন কাজ তিনি অন্য একটি লাইসেন্সে হাতিয়ে নিচ্ছেন। ফলে কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। একজন সরকারী কর্মকর্তা ঠিকাদারী করতে পারেন কিনা এ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। তথ্য নিয়ে জানা গেছে, সমাজসেবা অধিদপ্তরের ২০২১-২০২২ অর্থবছরের সরকারি প্রতিবন্ধি বিদ্যালয় মেরামত উপখাতে ৩২ লাখ টাকা থেকে ২৯ লাখ ৯৭ হাজার ৬৫৫ টাকার ৪টি সংস্থান বিভাজনে বরাদ্দ ও মঞ্জুরী প্রদান করা হয়, যার স্মারক নং ৪১.০১.০০০০.০৬৬.২৬.৪০৬.২০২১.৮২১৩। এরমধ্যে ঝিনাইদহের সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধি বিদ্যালয়ের ডরমিটরি ভবন মেরামত কাজ রয়েছে। এই বরাদ্দে প্লাস্টার, ভিতরের প্লাস্টিক পেইন্ট, বাইরে ওয়েদারকোট, দরজা-জানালা ও গ্রীলে এনামেল কোট, পয়-প্রণালী ও পানি সরবরাহ লাইন মেরামত, সেনিটারি ফিটিংস ফিকচার পরিবর্তন, সেফটিক ট্যাংক ও শোকওয়েল পরিষ্কারের কাজ বাবদ ৪ লাখ ৯৮ হাজার ৯৭৪ টাকা বরাদ্দ রয়েছে। এছাড়া অফিস ভবন মেরামতের জন্য ৪ লাখ ৯৯ হাজার ৪৯০ টাকা বরাদ্দ দেয়া হয়। ওপেন টেন্ডারে স্বচ্ছ ভাবে এই কাজ না করে রাশেদুর রহমান নামে এক ঠিকাদারের লাইসেন্সে দিয়ে এই কাজ নিজেই করছেন এমআরইসি কমিটি সভাপতি ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল সামী। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক রাশেদুর রহমান রাসেল জানান, তার লাইসেন্স নিয়ে অনেক থেকেই সমাজসেবার কর্মকর্তারা কাজ করেন। সেবা মূলক প্রতিষ্ঠান বলে তিনি এই কাজ থেকে কোন লভ্যাংশ বা কমিশন নেন না। কখন কিসের কাজ আসলো বা কোন কাজে তার লাইসেন্সে সিডিউল ড্রপ হলো তিনি খোঁজ রাখেন না। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধি কেন্দ্রের কয়েক জন কর্মচারী জানিয়েছেন এই কাজ এডি স্যার নিজে করছেন। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আব্দুল লতিফ শেখ জানান, ঠিকাদারের মাধ্যমেই এই কাজ করার কথা। এডি সাহেব তো এই কমিটির সভাপতি তিনি নিজে কি ভাবে করেন তা আমার অজানা। এদিকে একজন সরকারি কর্মকর্তা কি ভাবে ঠিকাদারি কাজ করতে পারেন এমন প্রশ্ন করলে উপ পরিচালক কোন উত্তর দিতে পারেননি। সহকারী পরিচালক আব্দুল্লাহ আল সামী জানান, এই কাজ ঠিকাদারের লাইসেন্সেই হচ্ছে। তিনি নিজে কি ভাবে এই কাজ করছেন প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান। সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধি বিদ্যালয়ের প্রধান শিক্ষক (সংযুক্ত) মোঃ তরিকুল ইসলাম জানান, আমি মাত্র ৩ দিন আগে যোগদান করেছি। এ বিষয়ে কিছুই জানিনা। উল্লেখ্য এর আগে সহকারী পরিচালক সামির বিরুদ্ধে বেদে সম্প্রদায়ের বিভিন্ন প্রকল্পে চরম অনিয়মের অভিযোগ ওঠে। বাড়ি ঝিনাইদহে হওয়ায় তিনি প্রভাব খাটিয়ে তিনি একের পর এক অনিয়ম করে গেলেও থাকছের ধরা ছোয়ার বাইরে।
অবৈধ ভাবে ভারতে প্রবেশকালে মহেশপুর সীমান্তে আটক ১৮জন
ঝিনাইদহ :: অবৈধ ভাবে সীমান্ত পার হওয়ার সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার জুলুলী গ্রাম বুধবার ১৮ জন পরুষ, নারী ও শিশুকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি। এর মধ্যে ১০ জন পুরুষ, দুইজন শিশু ও ৬ জন নারী রয়েছে। ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলমি মোঃ তারেক বুধবার দুপুরে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার সকাল ৬টার দিকে মহশেপুর ৫৮ ব্যাটালয়িনের অধিনস্ত মাটিলা বিওপির টহল দল জলুলী গ্রাম থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন, বরিশালের উজিরপুরের জামবাড়ি গ্রামের বীনা মজুমদার (৩৫), কয়ো মজুমদার (১৭), জয় মজুমদার (১৩), কালবিলা গ্রামের নগিম মজুমদার (২০), গোপালগঞ্জের সাতপাড়া গ্রামের মৃনাল কীত্তনীয়া (৩৭), প্রভাতী কীত্তনীয়া (৩০), মিষ্টি কীত্তনীয়া (১১), প্রান্ত কীত্তনীয়া (০৭), মোঃ সাতক্ষিরার মিঠাবাড়ি গ্রামের তানভীর হোসনে (২৫), নড়াইলের গোবরা গ্রামের মোঃ আজজিুর রহমান (৩৪), সুনামগঞ্জের রসুলগঞ্জের মোঃ সুজন মিয়া (৩৩), শার্শার অগ্রভুলোট গ্রামের নাওয়াজ শরীফ (১৯), যশোরের নওয়াপাড়ার দিয়াপাড়া গ্রামের মোঃ শরীফ (১৬), শার্শার গোগা গ্রামের মোঃ রইচ মোল্লা (২৫), ডুমুরিয়ার খামারবাটি গ্রামের প্রসেঞ্জিত হালদার (২৮), খুলনার খালিশপুরের গোয়ালপাড়া গ্রামের আশরাফুল ইসলাম (৩৪), আফ্রদিী (৪) ও বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার বলভদ্রপুর গ্রামের বিল্লাল ফকির।
মহাসড়কে টায়ার জ্বালিয়ে ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ
ঝিনাইদহ :: ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রির দাবিতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা। এসময় অধ্যক্ষ’র বাসভবনসহ বিভিন্ন ভবনে হামলা ও ভাংচুর করা হয়েছে। ৭ দফা দাবি পূরণ না হওয়ায় বুধবার (০৩ আগস্ট) বিকাল ৪টা থেকে ঝিনাইদহ-চুডয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। সরোজমিনে দেখা গেছে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত জানার পরপরই, বিকাল ৪টা থেকে শিক্ষার্থীরা কলেজের সামনে মহাসড়কে অবস্থান করে বিক্ষোভ করেছে। কলেজের ভিতরে অধ্যক্ষের বাসভবনসহ কলেজের সাইনবোর্ড ও বিভিন্ন জায়গা ভাংচুর করা হয়েছে। সড়কে টায়ার জ্বালিয়ে অবরূদ্ধ করে রেখেছে। এসময় সড়ক অবরোধ থাকায় সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভেটেরিনারি কলেজের ছাত্র সংসদের জিএস সজীব হাসান জানান, ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রির দাবিতে দীর্ঘ ৫৩ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছি। আজ বুধবার সকাল ১১ টায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে আমরা যে ৭ দফা দাবি জানিয়েছি তার কোন দাবিই মানা হয়নি। তার তিব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। ভেটেরিনারি কলেজের ছাত্র সংসদের ভিপি মুরাদ হাসান ঢাকা পোস্টকে জানান, আজ আন্দোলনের ৫৩ দিন পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব স্যার জরুরি সভায় বসেন। সেখানে আমাদের ৭ দফার কোন কিছুই মানা হয়নি । যার কারণে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে আবারও মহাসড়ক অবরোধ করে রেখেছে। আমাদের দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।





কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
ঝিনাইদহে দীর্ঘ ২৩ বছর পর পৈত্রিক জমি ফিরে পেলেন সাবেক প্রকৌশলী
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়
কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
কুষ্টিয়া চেম্বারের ‘এ’ গ্রুপের পরিচালক পদে নির্বাচন সম্পন্ন
জাকির এর উদ্যোগে কুষ্টিয়া শহর নতুন রূপে সেজেছে
কুষ্টিয়ার আদালতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পালাল নিষিদ্ধ ছাত্রলীগ
ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ার ৫০ হাজার মানুষ পানিবন্দি