বুধবার ● ২৮ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » ঢাকা » বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেসের লোগো উন্মোচন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেসের লোগো উন্মোচন
ঢাকা :: আজ সকালে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম জাতীয় সম্মেলন - কংগ্রেসের লোগো উন্মোচন করা হয়েছে। আগামী ৯ থেকে ১২ ডিসেম্বর ২০২২ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দশম কংগ্রেস ঢাকায় অনুষ্ঠিত হবে। কংগ্রেসের লোগো উন্মোচন করেন পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক। এই সময় উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান,আনছার আলী দুলাল, কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, এপোলো জামালী, শহীদুল আলম নান্নু, সাইফুল ইসলাম, কামরুজ্জামান ফিরোজ, জসিমউদ্দিন রাড়ি প্রমুখ।
পার্টির কংগ্রেসের লক্ষে ইতিমধ্যে সদস্যপদের নবায়ন, শাখা সম্মেলন শেষ হয়েছে। সেপ্টেম্বর থেকে পার্টির জেলা সম্মেলন শুরু হয়েছে এবং আগামী ৩১ অক্টোবর ২০২২ এর মধ্যে জেলা সম্মেলন সমূহ সমাপ্ত হবে।
পার্টির এই কংগ্রেসে জাতীয় নেতৃবৃন্দের পাশাপাশি বিদেশের ভ্রাতৃপ্রতীম পার্টিসমূহের নেতৃবৃন্দকেও আমন্ত্রণ জানানো হচ্ছে।
লোগো উন্মোচন অনুষ্ঠানে পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেন, সরকার জবরদস্তি করে ক্ষমতা টিকিয়ে রাখতে যেয়ে বিরোধীদের দমনে গণতান্ত্রিক রাজনীতিতে যে সহিংসতা ও সংঘাত ডেকে আনছে তা দেশকে দ্রুত ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।সরকার ও সরকারি দলের এই আক্রমণাত্মক তৎপরতা চলতে থাকলে দেশ দ্রুত গৃহযুদ্ধাবস্থার ঝুঁকির মধ্যে পড়বে এবং দেশ আফ্রিকার কয়েকটি দেশের মত নৈরাজ্যিক আর অকার্যকর অবস্থায় চলে যেতে পারে।এই অবস্থার দায় দায়িত্ব সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে।
তিনি সরকার ও সরকারি দলকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দমন নিপীড়নের কৌশল পরিহার করার আহবান জানান।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, গণ আন্দোলন এবার বিজয়ী হবে এবং মানুষের ভোটের অধিকার নিশ্চিত করে আগামীতে দেশের গণতান্ত্রিক অভিযাত্রার প্রাথমিক কাজগুলো শুরু করা যাবে।





প্রধান নির্বাচন কমিশনারের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বৈঠক
আগামীকাল ৪ নভেম্বর নির্বাচন কমিশনের সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৫ সদস্যের প্রতিনিধিদলের সাক্ষাৎকার
বাজুস এর নতুন সভাপতি নির্বাচিত হলেন এনামুল খান দোলন
বাজুস এর নতুন সহ-সভাপতি হলেন ইকবাল হোসেন চৌধুরী
তীরে এসে তরি ডোবাবেন না : সাইফুল হক
দ্রুত নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন
ভিটামিনসমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেলের প্রাপ্যতা নিশ্চিতের তাগিদ
ফেব্রুয়ারীর জাতীয় নির্বাচনকে কোনভাবে ঝুঁকিতে নিক্ষেপ করা যাবেনা
চিকিৎসাহীনতার কারণেই মৃত্যু হয়েছে জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের : আবু হাসান টিপু
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাফল্য আশাব্যঞ্জক, তবে যথেষ্ট নয়